বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | ৮ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

চালের দাম বাড়ার আর সুযোগ দেব না, বরং কমবে: খাদ্য উপদেষ্টা

বক্তব্য রাখছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ভারত, মিয়ানমার, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে পর্যায়ক্রমে ৮-৯ লাখ টন চাল আমদানি হবে। তিনি জানান, চালের আমদানি শুরুর পর থেকে বাজারে চালের দাম বাড়া বন্ধ হয়েছে এবং মোটা চালের দাম তিন থেকে পাঁচ টাকা কমেছে।

তিনি আরও বলেন, “আমরা চালের আমদানি অব্যাহত রাখব এবং দাম বাড়ানোর সুযোগ আর দেবে না, বরং দাম আরও কমানোর চেষ্টা করা হবে।”

মঙ্গলবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম বন্দরে আমদানি করা খাদ্যদ্রব্য খালাস কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আলী ইমাম মজুমদার। এ সময় তিনি নগরীর পতেঙ্গায় নির্মাণাধীন সাইলোও পরিদর্শন করেন। পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেক এবং বন্দর চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান।

ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি সত্ত্বেও ভারত থেকে চাল আমদানির বিষয়ে আলী ইমাম মজুমদার বলেন, “আমরা বাণিজ্যকে রাজনীতির সঙ্গে মিশাই না। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী এবং সেখান থেকে আমদানির খরচ তুলনামূলক কম। সেজন্য ভারত থেকে পণ্য আমদানি অব্যাহত রয়েছে। এছাড়া, মিয়ানমার আমাদের কাছে আরও চাল বিক্রি করতে চাচ্ছে, আর পাকিস্তান থেকেও ৫০ হাজার টন চাল আমদানি করা হচ্ছে। সব মিলিয়ে ৮-৯ লাখ টন চাল আসবে।”

রমজান মাসে দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা প্রসঙ্গে খাদ্য উপদেষ্টা জানান, “রমজান মাসে খাদ্য মন্ত্রণালয় বিশেষত চাল ও গমের বাজারকে সবচেয়ে বেশি মনিটরিং করে থাকে। বাকি কিছু দ্রব্য দেখভাল করে টিসিবি, যেটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। টিসিবি ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং খাদ্য মন্ত্রণালয় থেকে প্রতি উপজেলায় প্রতিদিন দুই টন চাল বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ দরিদ্র জনগণ প্রতি মাসে ৩০ কেজি চাল ১৫ টাকায় পাবে। রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল থাকার আশা প্রকাশ করছি।”

Header Ad
Header Ad

বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, চলছে তল্লাশি

ছবি: সংগৃহীত

ইতালির রোম থেকে ঢাকা আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা শহরের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করেছে, এর পর থেকেই নিরাপত্তা সংক্রান্ত তল্লাশি শুরু হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোম থেকে ঢাকাগামী বিমানের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে বিমানটি অবতরণ করানোর ব্যবস্থা নেয়। ফ্লাইটটি সকাল ৯টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছালে, তাতে থাকা ২৫০ জন যাত্রী এবং ১৩ সদস্যের ক্রু সদস্যদের অবিলম্বে প্লেন থেকে নামিয়ে টার্মিনালে আনা হয়।

বিমানে তল্লাশি চলছে। ছবি: সংগৃহীত

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফ্লাইটটির নিরাপত্তা নিশ্চিত করতে বোমা ডিসপোজাল ইউনিট সকাল সাড়ে ১০টায় প্লেনটির ভেতরে তল্লাশি শুরু করে। প্লেনের সিট, করিডোর, টয়লেট, ক্যাফে, এবং অন্যান্য জায়গায় সব ধরনের সম্ভাব্য বোমা বা বিপজ্জনক বস্তু খুঁজে দেখা হচ্ছে।

এই মুহূর্তে, যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে এবং কাউকেই ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি। প্লেনটির হ্যান্ড ব্যাগেজও তল্লাশি করা হবে। এয়ারক্রাফটটির পুরোপুরি নিরাপদ ঘোষণা না হওয়া পর্যন্ত যাত্রীরা টার্মিনালে থাকবেন।

ফ্লাইটটি মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে ঢাকা উদ্দেশ্যে রওনা হয়েছিল।

Header Ad
Header Ad

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ মিনার সংলগ্ন জিমনেসিয়াম এলাকা থেকে গাছ থেকে ঝুলন্ত এক মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি গাছ থেকে নামিয়ে মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি, তবে তার বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।

সকালে প্রায় ৯টার দিকে পথচারীরা গাছের ডালে ঝুলন্ত মরদেহ দেখতে পান। তারা দ্রুত পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে খবর দেন। ঘটনাস্থলে এসে পুলিশ ও প্রক্টরিয়াল টিম ফায়ার সার্ভিসকে সহায়তা করে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, “সকালে ক্লাসে আসার পথে দেখি কিছু মানুষ উপরে তাকিয়ে আছে। গিয়ে দেখি একটি লাশ গাছ থেকে ঝুলছে।”

গণিত বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, "কিছুক্ষণ আগে লাশটি নামানো হয়েছে, তার কাপড় ফুটপাতে পড়ে ছিল। তিনি হয়ত ফুটপাতে ঘুমিয়েছিলেন।"

ফায়ার সার্ভিসের এক কর্মী জানান, “আমরা জিমনেসিয়াম এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছি। তার বয়স আনুমানিক ৫০ বছর এবং তার পরিচয় পাওয়া যায়নি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন আহমদ বলেন, “সকালে আমরা জানি, জিমনেসিয়াম এলাকায় গাছ থেকে একজন ব্যক্তির মরদেহ ঝুলছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি নামিয়ে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ জানা যাবে।”

শাহবাগ থানার ওসি মনসুর খালিদ জানান, "লাশটি ফায়ার সার্ভিসের সহায়তায় গাছ থেকে নামিয়ে মর্গে পাঠানো হয়েছে। এখন ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে।"

Header Ad
Header Ad

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম

সারজিস আলম। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারন সম্পাদকের দায়িত্ব থেকে সরে দাড়িয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) নিজেই ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে সারজিস লিখেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই ৷ এই ফাউন্ডেশনের গতি তরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে ৷

এখন থেকে ‘এক্সিকিউটিভ কমিটি' পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে ৷ চীফ এক্সিকিউটিভ অফিসার(CEO) সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে ৷ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে CEO হিসেবে দায়িত্ব পালন করছে ৷

‘গভর্নিং বডি’ ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ে কাজ করবে ৷ যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ ৪জন উপদেষ্টা (স্বাস্থ্য, সমাজকল্যাণ, স্থানীয় সরকার, ICT) রয়েছেন৷ ‘সাধারণ সম্পাদক’ নামে কোনো পদ এখন নেই ৷

এই ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে ১ অক্টোবর, অফিস চালু হয় ১৫ অক্টোবর থেকে ৷ আমি সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি ২১ অক্টোবর ৷ ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২মাস ১০দিন আমি দায়িত্ব পালন করি ৷ এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি ৷ ফাইনালি আমার সাইনিং অথোরিটি ৭ জানুয়ারী হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি৷

৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যারিফাইড ৮২৬ জন শহীদ পরিবারের মধ্যে ৬২৮জনকে আর্থিক সহযোগিতা করা হয় ৷ পাশাপাশি প্রায় ১১ হাজার ভ্যারিফাইড আহতের মধ্যে প্রায় ২ হাজার আহতকে আর্থিক সহযোগিতা করা হয় ৷

যতদিন পর্যন্ত আমি আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি ততদিন আমি দায়িত্ব পালন করেছি ৷ যখন মনে হয়েছে- এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া আমার জন্য সম্ভব হবে নয় তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি ৷ আমার কাছে নিজের সীমাবদ্ধতা এড্রেস করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহন বা ত্যাগ করা কোনো দূর্বলতা নয় বরং এটাতে সৎ সাহস লাগে ৷ আমি চেষ্টা করেছি আমার চেয়ারের দায়িত্বের সাথে সৎ থাকতে৷

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, চলছে তল্লাশি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম
শিশুদেরও গোপন কারাগারে রেখেছিলেন হাসিনা, দেওয়া হতো না মায়ের দুধ!
অভিযানকালে জুয়াড়িদের হামলা, ডিবি পুলিশের ৭ সদস্য আহত
৯ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে অবিশ্বাস্য জয়, নকআউট পর্বে বার্সেলোনা
চালের দাম বাড়ার আর সুযোগ দেব না, বরং কমবে: খাদ্য উপদেষ্টা
খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না, চলছে বিকল্প চিকিৎসা
থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
জার্মান চ্যান্সেলরের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক
ব্যর্থতা স্বীকার করে ইসরায়েলি সেনাপ্রধানের পদত্যাগ
সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
তুরস্কে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬৬
ভোটের মাঠে ইসলামের পক্ষে একটিই বাক্স পাঠানোর প্রত্যয়
পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে বদলি
এবার জার্সিতে ‘পাকিস্তান’ লেখা নিয়ে ভারতের আপত্তি, খেপেছে পিসিবি
ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত এবং গায়েবি ও রাজনৈতিক মামলা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা
কেন ভ্যাট বাড়িয়েছি, কিছুদিন পর জানবেন: অর্থ উপদেষ্টা
পুতিন রাশিয়াকে ধ্বংস করছেন : ডোনাল্ড ট্রাম্প
বাবা হারালেন সংগীতশিল্পী মনির খান