মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | ৭ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ন্যূনতম সংস্কার কাজ সম্পন্ন করে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই দাবি জানান।

তিনি বলেন, সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। ফখরুল বলেন, জনগণের ভাষা বুঝতে হবে সরকারকে। আমরা এখনই নির্বাচন চাই না, তবে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই। নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে বেশি গ্রহণযোগ্য বলেও তিনি মন্তব্য করেন।

সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিদিন মানুষ তাদের দাবি নিয়ে রাস্তায় নামছে। হঠকারী কোনো সিদ্ধান্ত বা কাজ করে অস্থিরতা তৈরি করা যাবে না। অতিবিপ্লবী চিন্তা করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা অনুচিত।

মির্জা ফখরুল আরও বলেন, দেশে বর্তমান পরিস্থিতির দ্রুত পরিবর্তন সম্ভব নয়। তিনি বলেন, "সরকারের ভুলত্রুটি থাকবেই এবং দেশের অনেক সমস্যা রয়ে গেছে। তবে সংস্কারের প্রস্তাবগুলো কার্যকর হলে ভালো কিছু হবে। গণতান্ত্রিক কাঠামোয় এগিয়ে যেতে পারলে দেশ সামনের দিকে অগ্রসর হবে।"

তিনি সবাইকে সাবধানতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দিয়ে বলেন, ধৈর্যের অভাব থেকে কোনো নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। পরিবর্তন ধীরে ধীরে আসবে বলেও তিনি মন্তব্য করেন।

Header Ad
Header Ad

পুতিন রাশিয়াকে ধ্বংস করছেন : ডোনাল্ড ট্রাম্প

পুতিন রাশিয়াকে ধ্বংস করছেন : ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি না করে রাশিয়াকে ধ্বংস করছেন। সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, পুতিনের উচিত একটি শান্তিচুক্তি করা। তিনি মনে করেন, চুক্তি না করে পুতিন রাশিয়াকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন।

ট্রাম্প বলেন, রাশিয়া এখন বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে। এ মন্তব্যকে অনেকেই ব্যতিক্রমী মনে করছেন, কারণ অতীতে ট্রাম্প পুতিনের প্রতি প্রশংসাসূচক মন্তব্য করেছিলেন। তিনি জানান, পুতিনের সঙ্গে তার চমৎকার সম্পর্ক ছিল এবং আশা করছেন, পুতিন একটি চুক্তি করতে আগ্রহী হবেন। তবে তিনি উল্লেখ করেন, পুতিন যুদ্ধের ক্ষেত্রে ভালো অবস্থানে নেই এবং টিকে থাকার চেষ্টা করছেন।

ট্রাম্প আরও বলেন, অধিকাংশ মানুষ ভেবেছিল ইউক্রেন যুদ্ধ মাত্র এক সপ্তাহেই শেষ হয়ে যাবে। কিন্তু এখন প্রায় তিন বছর হয়ে গেছে। তার মতে, রাশিয়ার অর্থনীতি মুদ্রাস্ফীতিসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে।

এ ছাড়া ট্রাম্প জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি তাকে বলেছেন যে, তিনি যুদ্ধ শেষ করতে একটি শান্তিচুক্তি করতে চান। জেলেনস্কিকে সমর্থন জানিয়ে ট্রাম্প বলেন, জেলেনস্কির উদ্দেশ্য শান্তি স্থাপন করা। তিনি তার নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় ফিরে দ্রুত ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাবেন। তার উপদেষ্টারা ইঙ্গিত দিয়েছেন, কিয়েভকে ছাড় দেওয়ার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার পরিকল্পনা রয়েছে। সূত্র: এএফপি

Header Ad
Header Ad

বাবা হারালেন সংগীতশিল্পী মনির খান

বাবা হারালেন সংগীতশিল্পী মনির খান। ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের বাবা মো. মাহবুব আলী খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাই রাজিউন)। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল চারটার পর ঝিনাইদহের নিজ বাড়িতে মৃত্যু হয়েছে তার।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন দেশের খ্যাতিমান গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার।

এ গীতিকার বলেন, আজ বিকেলে মৃত্যু হয়েছে মনির খানের বাবার। বার্ধক্যজনিত কারণে গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। এ অবস্থায় হঠাৎ মৃত্যু হলো। ৯৯ বছর বয়স হয়েছিল, আর কিছুদিন হলেই শত বছর পূর্ণ হতো।

এদিকে গায়ক মনির খানের ছেলে মোসাব্বির খান মুহূর্ত সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক স্ট্যাটাসে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘আমার দাদা মাহবুব আলি খান আজ বিকেল ৪:১০ নাগাদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আমার দাদা আর নেই। সবাই আমার দাদার জন্যে দোয়া করবেন।’

Header Ad
Header Ad

শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি। ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে বাংলাদেশে সংগঠিত গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য ভারতকে চিঠি পাঠানো হয়েছে। ভারত প্রত্যাপর্ণ না করলে প্রত্যার্পণ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে। সে ব্যাপারে পদক্ষেপ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আরও কিছু করণীয় থাকলে করা হবে।

এর আগে গত ১৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শুরু হওয়ার পর শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ১৮ নভেম্বরের মধ্যে শেখ হাসিনাসহ পলাতকদের আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পুতিন রাশিয়াকে ধ্বংস করছেন : ডোনাল্ড ট্রাম্প
বাবা হারালেন সংগীতশিল্পী মনির খান
শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি
বিয়ে করতে আর ট্যাক্স দিতে হবে না: আইন উপদেষ্টা
বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের মারামারি,নারীসহ আহত ৭
দেশের এক টুকরো অংশও ভারতকে দখল করতে দেবো না: সীমান্তের বাসিন্দারা
নওগাঁয় বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
বেনজীরের মালিকানাধীন সাভানা রিসোর্টে এনবিআরের অভিযান
বিরামপুর সীমান্তে ১২ টি স্বর্ণের বার সহ আটক ১
সমন্বয়ক রাফির ওপর হামলা, থানায় অভিযোগ
ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই: মির্জা ফখরুল
মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ১৬ লাখ ভারতীয়!
কোন ভিটামিনের অভাবে মহিলারা খিটখিটে হয়ে যান? পুরুষরা জেনে রাখুন
গুম-খুনে জড়িতরা নির্বাচনে প্রার্থী হতে পারবে না: বদিউল আলম
রিসোর্টে ঢুকে ৮ যুগলের বিয়ে দিলো গ্রামবাসী; সমালোচনার ঝড়
অশ্লীল ভিডিও বানিয়ে ব্লাকমেইল করে টাকা দাবি, স্কুলছাত্রী গ্রেফতার
ভারত থেকে ৫ হাজার ৭৫ টন চাল কিনল সরকার, কেজি ৫৬ টাকা
শপথ নেয়ার পর যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন ট্রাম্প
হতাশ হলে গলায় দড়ি দিয়ে মরে যেতাম: তাসকিন
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার নির্বাহী আদেশে ট্রাম্পের সই