খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না, চলছে বিকল্প চিকিৎসা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে। তিনি বর্তমানে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও নতুন কিছু জটিলতা কাটলেও, বয়স এবং অন্যান্য শারীরিক দিক বিবেচনা করে লিভার প্রতিস্থাপন করা ঝুঁকিপূর্ণ হতে পারে।
লিভার প্রতিস্থাপন না হওয়ায় চিকিৎসকরা বিকল্প চিকিৎসা হিসেবে হিউম্যান সিরাম অ্যালবুমিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে লিভারের ওপর চাপ না পড়ে। এটি মানুষের রক্তের প্লাজমায় সবচেয়ে বেশি প্রোটিন গঠন করে এবং এটি ব্যবহার করার ফলে লিভারের ওপর বাড়তি চাপ পড়বে না।
এমনকি খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার সম্ভাবনাও কম। লন্ডন ক্লিনিকেই তাঁকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।
বর্তমানে লন্ডনে তীব্র শীতের মধ্যে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও নাতনিরা নিয়মিতভাবে হাসপাতালে আসছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে বাসা থেকে খাবার সরবরাহ করা হচ্ছে।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি তাঁকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়, যেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।