বুধবার, ২০ নভেম্বর ২০২৪ | ৫ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তিন দিনের চিকিৎসা শেষে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

স্বাস্থ্য পরীক্ষা শেষে মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তিনি বাসায় ফেরেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (৩০ মার্চ) মধ্যরাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর ফুসফুসের পানি অপসারণের পর এক্স-রে, ইসিজি, আল্ট্রাসনোগ্রাফিসহ কিছু পরীক্ষা করানো হয়। প্রাথমিকভাবে পরীক্ষার রিপোর্ট দেখে মেডিকেল বোর্ড তাকে বাসায় যাওয়ার পরামর্শ দেন। এরপর হাসপাতাল থেকে বাসায় ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এদিকে দলীয় প্রধানের হাসপাতালে থেকে বাসায় যাওয়ার খবরে বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাসা ও হাসপাতাল এলাকায় ভিড় করেন। বাসায় যাওয়ার পথে নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে থেকে তার মুক্তি চেয়ে নানা স্লোগান দেন।

সন্ধ্যা সোয়া সাতটার দিকে হাসপাতাল থেকে রওনা দিয়ে রাত আটটার দিকে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় পৌঁছান খালেদা জিয়া। এ সময় তার গাড়িবহরের সঙ্গে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, বর্তমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির প্রমুখ।

Header Ad

সেতু থেকে রেলের সচিব হলেন ফাহিমুল ইসলাম

মো. ফাহিমুল ইসলাম। ছবি: সংগৃহীত

সেতু বিভাগের সচিব মো. ফাহিমুল ইসলামকে রেলপথ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব থাকার সময় গত ৭ অক্টোবর সেতু বিভাগের সচিব হন ফাহিমুল ইসলাম।

এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে রেলপথ সচিব আব্দুল বাকীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসনে ন্যাস্ত করা হয়েছে। অবসরে যাওয়ার সুবিধার্থে আব্দুল বাকীকে ওএসডি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. ফাহিমুল ইসলামকে পদোন্নতি দিয়ে সেতু বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালিন সরকার।

Header Ad

২০২৫ সালের শুরুতে সমাবর্তনের ঘোষণা কুবি উপাচার্যের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫ সালের শুরুর দিকে সমাবর্তন করার ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বুধবার (২০ নভেম্বর) নবীন বরণ অনুষ্ঠানের বক্তব্য প্রদানের সময় এ ঘোষণ দেন তিনি।

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, "আজকের এই দিনে আমি একটা ঘোষণা দিচ্ছি, ২০২৫ সালের শুরুতেই সমাবর্তন করব।"

এছাড়া, আবাসন সমস্যা নিরূপণ, উচ্চশিক্ষা ও গবেষণায় জোরদারের ব্যাপারেও তিনি কথা বলেন।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ২০২০ সালে সমাবর্তন অনুষ্ঠিত হয়।

Header Ad

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত ২২

ছবি: সংগৃহীত

সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাসে ভাঙচুর চালিয়েছেন এমন অভিযোগে সায়েন্সল্যাব মোড়ে গিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। এসময় মারামারিতে শিশুসহ অন্তত ২২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২০ নভেম্বর) বিকাল ৩টার পর এ সংঘর্ষ শুরু হয়। এতে মিরপুর রোডের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পপুলার, গণস্বাস্থ্য ও গ্রীন লাইফ হাসপাতালেও বেশ কয়েকজন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এদিন সায়েন্সল্যাবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা একটি বাস ভাঙচুর করলে এর প্রতিবাদ জানায় সিটি কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এরপর বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে।

তবে এ বিষয়ে দুই কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Header Ad

সর্বশেষ সংবাদ

সেতু থেকে রেলের সচিব হলেন ফাহিমুল ইসলাম
২০২৫ সালের শুরুতে সমাবর্তনের ঘোষণা কুবি উপাচার্যের
ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত ২২
সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া: ২০১৮ সালের পর প্রথম প্রকাশ্যে
হাসপাতালের বকেয়া বিলের কারণে বাড়ি যেতে পারছে না সুস্থ নুহা-নাবা
শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: শফিকুল আলম
আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি: মির্জা ফখরুল
এবার পাকিস্তানে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল ভারত
নিন্দা জানানোর ভাষা আমার নেই: ফারুকী
বাংলাদেশিদের নোংরাভাবে উপস্থাপন করে ভারতের বিজেপির নির্লজ্জ নির্বাচনী প্রচারণা
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে সংঘর্ষে ২ পুলিশ আহত
সাইন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে
জাবিতে মতবিনিময় সভায় ছাত্রশিবিরের উপস্থিতি নিয়ে ছাত্রদল-বামদলগুলোর হট্টগোল
চুয়াডাঙ্গায় শীর্ষ সন্ত্রাসী হাতকাটা নফরকে অস্ত্রসহ গ্রেপ্তার
ঢাবিতে কফিন মিছিল: ফ্যাসিবাদী শক্তির তৎপরতা নিষিদ্ধের দাবি
মানসিক রোগের চিকিৎসা নিচ্ছেন আমির খান
সচিবালয়ে প্রথমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু
রাশিয়ার বড় অগ্রগতি: ইউক্রেনকে কোণঠাসা করছে ক্রেমলিন
ঢাকার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার
বিয়ের ২৯ বছর পর সংসার ভাঙল এ আর রহমানের