শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

জিম্মি ২৩ নাবিককে উদ্ধারে লাগতে পারে দীর্ঘ সময়

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ মঙ্গলবার দুপুরে জলদস্যুদের কবলে পড়ে, যা সোমালিয়া উপকূল থেকে প্রায় ৬০০ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায়। জাহাজটিতে আটকে পড়েছেন ২৩ জন নাবিক। সকলের পরিবারেই নেমে এসেছে শোক। কবে ফিরবেন তাদের প্রিয়জন সেই আশায় বুক বেধেছেন।

এদিকে সাবেক মেরিনার ক্যাপ্টেন মোহাম্মদ জিয়াউল হক নিজের এক অভিজ্ঞতার আলোকে জানান, সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে এমভি আবদুল্লাহ জাহাজ ও ২৩ নাবিককে সব প্রক্রিয়া শেষ করে উদ্ধার করতে প্রায় এক থেকে চারমাস পর্যন্ত সময় লাগতে পারে।

নিজের এক অভিজ্ঞতার কথা তুলে ধরে সাবেক মেরিনার ক্যাপ্টেন মোহাম্মদ জিয়াউল হক জানান, সাধারণত নিজেদের সমুদ্র সীমায় ছোট ছোট স্পিডবোটে ব্যবহার করে জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয় জলদস্যুরা। তবে আব্দুল্লাহর ক্ষেত্রে ঘটেছে ব্যতিক্রম। দীর্ঘপথ পাড়ি দিয়ে আন্তর্জাতিক জলসীমায় এসে ছিনতাই করে এই জাহাজটিকে।

এখন বড় প্রশ্ন জাহাজ ও নাবিকদের মুক্ত করতে কতদিন লাগবে? সাবেক এই মেরিনার বলছেন, সব প্রক্রিয়া শেষ করে নাবিকদের ছাড়া পেতে লাগতে পারে ১ থেকে ৪ মাস পর্যন্ত। কেননা, মুক্তিপণ দাবির পর তা নিয়ে দরকষাকষিসহ নানা প্রক্রিয়া রয়েছে। এর আগে ২০১০ সালে এই কবির গ্রুপেরই জাহাজ জাহান মণি মুক্তি পেতে লেগেছিল ১০০ দিন।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফির্সাস অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, নানা প্রক্রিয়া শেষ করে সব নাবিকসহ জাহাজটিকে মুক্ত করতে বেশ সময় লাগতে পারে। এক্ষেত্রে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সমঝোতাই মুক্তির মূল উপায়।

সাবেক মেরিনারদের মতে, মুক্তিপণ পাওয়ার সম্ভাবনা দেখলে কোন নাবিকেরই ক্ষতি করে না জলদস্যুরা। তাই, এমভি আবদুল্লাহর ক্ষেত্রেও যেহেতু মালিক প্রতিষ্ঠান সব কিছু করতে আগ্রহী, তাই ২৩ নাবিকসহ জাহাজটি ছাড়িয়ে আনার ব্যাপারে আশাবাদী তারা।

Header Ad
Header Ad

ইরানের রাজাই বন্দরে শক্তিশালী বিস্ফোরণ, আহত ৫১৬ জন

ছবি: সংগৃহীত

ইরানের গুরুত্বপূর্ণ নগরী বন্দর আব্বাসের কাছে অবস্থিত শহীদ রাজাই বন্দরে এক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫১৬ জন আহত হয়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

শনিবার দুপুরে দেশটির সবচেয়ে বড় এবং আধুনিক এই বন্দরে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বন্দরের প্রশাসনিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং বহু যানবাহন ভেঙে চুরমার হয়েছে।

ইরানের জরুরি সেবা বিভাগের মুখপাত্র বাবাক ইয়াকতেপেরেস্ট জানিয়েছেন, আহতদের হরমুজগান প্রদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল নিয়ে নাশকতার আশঙ্কা করা হলেও, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি জানিয়েছেন, এ ঘটনায় নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। তিনি বলেন, কনটেইনারের ভেতরে থাকা রাসায়নিক পদার্থ থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, বিস্ফোরণ নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে। সবাইকে সরকারি তথ্য প্রকাশের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি।

ইরানি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, শহীদ রাজাই বন্দরটি ইরানের সবচেয়ে আধুনিক সমুদ্র বন্দর। এটি হরমুজগানের প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পূর্বে এবং হরমুজ প্রণালীর উত্তর দিকে অবস্থিত, যেখান দিয়ে বিশ্ব উৎপাদিত মোট তেলের এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়।

সূত্র: আল-জাজিরা

Header Ad
Header Ad

প্রায় দুই ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানীর মেট্রোরেল চলাচল আবারও শুরু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বিকেল ৫টার কিছু পরে বিদ্যুৎ সরবরাহে সমস্যার সৃষ্টি হলে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশনস) মোহাম্মদ ইফতিখার হোসেন জানান, বিদ্যুৎ সরবরাহ না থাকায় মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে।

চলাচল বন্ধ থাকায় চলন্ত ট্রেনের ভেতরে অনেক যাত্রী আটকা পড়েন। স্টেশনগুলোর প্ল্যাটফর্মেও যাত্রীদের দীর্ঘসময় অপেক্ষা করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনগুলোতে টিকিট বিক্রি বন্ধ রাখা হয় এবং কয়েকটি স্টেশনের মূল ফটকও সাময়িকভাবে বন্ধ ছিল।

বিদ্যুৎ সরবরাহ পুনরায় নিশ্চিত হওয়ার পর মেট্রোরেল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে চলাচল স্বাভাবিক করে।

Header Ad
Header Ad

গোবিন্দগঞ্জে মৃত আওয়ামী লীগ নেতার নামে জামাতের মামলা

মৃত বাবুল আকতার। ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মৃত্যুর চার দিন পর একজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যা নিয়ে জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

জানা গেছে, গত ১৫ এপ্রিল অসুস্থতার কারণে মারা যান পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাবুল আকতার (পিতা: আব্দুল জলিল মিয়া, গ্রাম: ডাকুনী)। মৃত্যুর পর ধর্মীয় আনুষ্ঠানিকতায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

কিন্তু ১৯ এপ্রিল গোবিন্দগঞ্জ থানায় জামায়াত নেতা আজাদুল ইসলাম বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন, যেখানে বাবুল আকতারকে ১৫৫ নম্বর আসামি করা হয়। মামলায় মোট ২২১ জনকে আসামি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, "শুনেছি তিনি মারা গেছেন, তবে বিষয়টি যাচাই চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।"

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ইরানের রাজাই বন্দরে শক্তিশালী বিস্ফোরণ, আহত ৫১৬ জন
প্রায় দুই ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক
গোবিন্দগঞ্জে মৃত আওয়ামী লীগ নেতার নামে জামাতের মামলা
গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতারের দাবি পুলিশের
নওগাঁর রাণীনগর ও আত্রাই বাসীর গলার কাঁটা ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ অবশেষে সংস্কার
যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ
গোবিন্দগঞ্জে গাঁজাসহ ট্রাকের চালক-হেলপার গ্রেপ্তার
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তোহা গ্রেপ্তার
নাটকীয়তা শেষে রাতে ফাইনালে মুখোমুখি রিয়াল-বার্সা
মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা
গরমে লোডশেডিং নিয়ে সুখবর দিলেন জ্বালানি উপদেষ্টা
পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা উচিত: সৌরভ গাঙ্গুলি
র‍্যাফেল ড্রতে ৯ কোটি টাকা জিতলেন দুই প্রবাসী বাংলাদেশি
৬২ জন পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম ও পিপিএম পদক
সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো
অন্য নারীতে মজেছেন সৃজিত! মিথিলা কোথায়?
৪ মাসে কুরআনের হাফেজ হলেন ১০ বছরের অটিস্টিক শিশু আহমাদ
রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে, তা যেন বেহাত না হয়: আলী রীয়াজ
১৪ ব্যাংকে ২৩৮ কোটি টাকা স্থানান্তর, যা বললেন বিসিবি সভাপতি
কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি, মুখোমুখি ভারত-পাকিস্তান সেনা