চুক্তিভিক্তিক নিয়োগ পেলেন রেল সচিব ড. হুমায়ুন কবির
রেল সচিব ড. হুমায়ুন কবির । ছবি সংগৃহিত
চাকরির মেয়াদ শেষ হওয়ার পর রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবির কে চুক্তিতে একই পদে রেখে দিচ্ছে সরকার। এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আগামী ২০ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য রেলপথ মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আজ বৃহস্প্রতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে ২০২১ সালের ডিসেম্বর মাসে সচিব পদে পদোন্নতি লাভ করেন। ৩০ ডিসেম্বর ২০২১ রেলভবনে যোগদান করেন তিনি। তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) থেকে পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন।