নতুন মন্ত্রিসভায় মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন যারা
ছবি: সংগৃহীত
নানা নাটকীয়তার পর রবিবার অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ (বুধবার) শপথ গ্রহণ করলেন জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচিত প্রার্থীরা। এরিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠন করা হয়েছে নতুন মন্ত্রিসভা। বুধবার (১০ জানুয়ারি) তাদের মধ্য থেকে প্রায় অর্ধশত মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রী নিয়ে গঠিত হচ্ছে সরকার।
নিম্নলিখিত ব্যক্তিবর্গকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে নিয়োগদানের জন্য নির্ধারণ করা হয়েছে:
১) জনাব আ, ক, ম, মোজাম্মেল হক (গাজীপুর-১)।
২) জনাব ওবায়দুল কাদের (নোয়াখালী-৫) ।
৩) জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪)।
৪) জনাব আসাদুজ্জামান খান (ঢাকা-১২) ।
৫) ডা: দীপু মনি (চাঁদপুর-৩) ।
৬) জনাব মোঃ তাজুল ইসলাম (কুমিল্লা-৯)।
৭) জনাব মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১)।
৮) জনাব আবুল হাসান মাহমুদ (আলী (দিনাজপুর-৪)।
৯) জনাব আনিসুল হক (বাহ্মণবাড়িয়া-৪)।
১০) জনাব মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭)।
১১) জনাব মোঃ আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪)।
১২) জনাব সাধন চন্দ্ৰ মজুমদার (নওগাঁ-১)।
১৩) জনাব র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩)।
১৪) জনাব মোঃ আব্দুর রহমান (ফরিদপুর-১)।
১৫) জনাব নারায়ন চন্দ্র চন্দ (খুলনা-৫)
১৬) জনাব আব্দুস সালাম (ময়মনসিংহ-৯)
১৭) জনাব মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯)।
১৮) জনাব ফরহাদ হোসেন (মেহেরপুর-১) ।
১৯) জনাব মোঃ ফরিদুল হক খান (জামালপুর-২)।
২০) জনাব মোঃ জিল্লুল হাকিম (রাজবাড়ী-২)।
২১) জনাব সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯) ।
২২) জনাব জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩) ।
২৩) জনাব নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬)
২৪) স্থপতি ইয়াফেস ওসমান ।
২৫) জনাব সামন্ত লাল সেন।
নিম্নলিখিত ব্যক্তিবর্গকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগদানের জন্য নির্ধারণ করা হয়েছে:
১) বেগম সিমিন হোসেন (রিমি) (গাজীপুর)
২) জনাব নসরুল হামিদ (ঢাকা-৩)
৩) জনাব জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩
৪) জনাব মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭)
৫) জনাব মোঃ মহিববুর রহমান (পটুয়াখালী-৪)
৬) জনাব খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২)
৭) জনাব জাহিদ ফারুক (বরিশাল)
৮) জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি)
৯) বেগম রুমানা জালী (গাজীপুর-৩)
১০) জনাব শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২)
১১)জনাব আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬),
বর্তমান মন্ত্রিসভায় আনিসুল হক আইন মন্ত্রণালয়, আসাদুজ্জামান খান স্বরাষ্ট্র, তাজুল ইসলাম স্থানীয় সরকার, হাছান মাহমুদ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং দীপু মনি শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে রয়েছেন।
খালিদ মাহমুদ চৌধুরী নৌ প্রতিমন্ত্রী এবং ফরহাদ হোসেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী হিসেবে বর্তমান মন্ত্রিসভায় আছেন। আর মহিবুল হাসান চৌধুরী রয়েছেন শিক্ষা উপমন্ত্রী হিসেবে।
নতুন মন্ত্রিসভায় তাঁদের কী পদ দেওয়া হবে, তা জানা যাবে দপ্তর বণ্টনের পর।
নতুন মন্ত্রিসভা আগামীকাল বৃহস্পতিবার শপথ নেবে। সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান হবে। এ জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।