সারাদেশে বিকেল ৩ টা পর্যন্ত ২৭ শতাংশ ভোট পড়েছে: ইসি
ছবি: সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকাল ৮ থেকে বিকেল ৩টা পর্যন্ত ৭ ঘণ্টায় ২৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
রোববার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব।
তিনি বলেন, অনিয়মের অভিযোগে ৭ টি ভোট কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে৷ ১৫ জনকে বিভিন্ন শাস্তি দেয়া হয়েছে। এছাড়া ৩৫টি ভোটকেন্দ্রের বাইরে ধাওয়া পালটা ধাওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ভোটকেন্দ্রে অল্প অল্প ভোট পড়ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে প্রত্যাশা করছেন তিনি।
রোববার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনিটরিং সেল পরিদর্শন করে তিনি এমন মন্তব্য করেন।
দেশের ২৯৯ আসনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। দেশের ৪৪ নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ২৮টি দল ভোটে অংশ নিচ্ছে। বিএনপিসহ সমমনা ১৬টি রাজনৈতিক দল ভোট বর্জন করেছে।