গণতন্ত্র পরিপূর্ণতা পেয়েছে একথা দাবি করতে পারি না: ওবায়দুল কাদের
আমাদের গণতন্ত্র ১৯৭৫ সালের ১৫ আগস্ট এর পর ষড়যন্ত্রের রূপকাষ্ঠে বার বার বলি হয়েছে। নির্বাচনের কফিনে গণতন্ত্রকে বার বার লাশ বানানো হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করার জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। অনেক সংগ্রাম, অনেক রক্তের বিনিময়ে অবরুদ্ধ গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে। কিন্তু এই গণতন্ত্র পরিপূর্ণতা পেয়েছে একথা আমরা দাবি করতে পারি না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (০৫ ডিসেম্বর) হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এসময় পাশে ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনসহ কেন্দ্রিয় নেতারা।
ওবায়দুল কাদের বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দি ছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু। তিনি সারাজীব সংগ্রাম করেছেন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে। তিনি কখনও তার আদর্শ থেকে বিচ্যুত হননি। তার মৃত্যু নিয়েও রহস্য রয়ে গেছে।
‘গণতন্ত্রকে পরিপূর্ণতা দিতে গণতন্ত্রের এই অভিযাত্রায় শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রমবিকশমান ধারাকে আমরা পরিপূর্ণতার দিকে নিয়ে যেতে চাই, প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। সেকারণে আমরা গণতন্ত্র প্রিয় সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
আওয়ামী লীগ সাধারন সম্পাদক বলেন, সাম্প্রদায়িক অপশক্তি, ৭৫ এর পরে যে অপশক্তি হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি করেছে ক্ষমতার মঞ্চে বসে। তাদেরই পেতাত্মারা এখনও বেঁচে আছে। তারাই বার বার বাধার সৃষ্টি করেছে গণতন্ত্রের অভিযাত্রায়।