ভৈরবে ট্রেন দুর্ঘটনা : রেলপথ মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিসের পৃথক তদন্ত কমিটি গঠন
ছবি সংগৃহিত
কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় রেলপথ মন্ত্রণালয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। রেলপথ মন্ত্রণালয় সাত সদস্য বিশিষ্ট এবং ফায়ার সার্ভিস পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি করেছে। মঙ্গলবার (২৪) পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয় এবং ফায়ার সার্ভিস।
রেলপথ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মন্ত্রণালয়টির অডিট ও আইসিটি শাখার যুগ্ম সচিবকে। সদস্য সচিব করা হয়েছে, মন্ত্রণালয়ের উপসচিবকে (প্রশাসন-৬)। এই কমিটিকে সরেজমিন পরিদর্শন করে ঘটনার কারণ অনুসন্ধান, দায়ীদের চিহ্নিতকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
অন্যদিকে, একই ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এতে সভাপতি করা হয়েছে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে। সদস্য সচিব করা হয়েছে, ময়মনসিংহের সহকারী পরিচালক মো. মাসুদ সরদারকে। এ কমিটিকে প্রতিবেদন জমা দিতে পাঁচ কার্য দিবস সময় দেয়া হয়েছে।
রেলওয়ের অফিস আদেশে বলা হয়, ২৩ অক্টোবর আনুমানিক বেলা সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের আউটার পয়েন্টে জগন্নাথপুর রেল ক্রসিংয়ে যাত্রীবাহী এগারসিন্দুর গোধূলী ও মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে প্রাণহানি ঘটেছে। বিপুল সংখ্যক যাত্রী আহতসহ জান ও মালের ক্ষয়ক্ষতি হয়েছে। ওই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হলো।
কমিটি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণ করে প্রতিবেদন প্রস্তুত করবে; অফিস আদেশ জারির সাত কার্যদিবসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করবে এবং কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে।
কমিটির আহ্বায়ক হচ্ছেন রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (অডিট ও আইসিটি) হাসান মাহমুদ এবং সদস্য সচিব হচ্ছেন উপসচিব (প্রশাসন-৬) মো. তৌফিক ইমাম। সদস্য হিসেবে আছেন বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশন) এ এম সালাহ উদ্দীন, যুগ্ম মহাপরিচালক (মেকানিক্যাল) তাবাসসুম বিনতে ইসলাম, রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব (ভূমি) মোহাম্মদ হানিফ, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত সিসটিই (টেলিকম) এবং বাংলাদেশ রেলওয়ে হাসপাতালের ডিভিশনাল মেডিক্যাল অফিসার।
অন্যদিকে পরিচালক (অপা. ও মেইন.) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটিতে রয়েছেন ময়মনসিংহের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার, নরসিংদীর উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ, কিশোরগঞ্জের উপসহকারী পরিচালক মো. এনামুল হক ও ভৈরব বাজার ফায়ার স্টেশনে স্টেশন অফিসার মো. আজিজুল হক।