রাজধানীর ভাটারা থানায় দায়ের করা অস্ত্র মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। একইসঙ্গে তার প্রথম স্ত্রী লায়লা কানিজকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতিউর রহমান ও লায়লা কানিজকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিকেল সাড়ে ৫টায় মতিউর রহমানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
ভাটারা থানায় করা অস্ত্র মামলায় তদন্ত কর্মকর্তা মতিউর রহমানের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
লায়লা কানিজের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অভিযোগ করেছে যে, তিনি তার সম্পদ বিবরণীতে অসত্য তথ্য প্রদান করে প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং প্রায় ১৩ কোটি টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন।
দুদকের রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, লায়লা কানিজ সরকারি কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ প্লেসমেন্ট শেয়ার ক্রয়-বিক্রয় করেছেন। এই ক্রয়-বিক্রয়ের সঙ্গে অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
আদালত লায়লা কানিজকে রিমান্ডের আবেদন শুনানির জন্য ১৯ জানুয়ারি দিন ধার্য করে এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
মতিউর রহমান ‘ছাগলকাণ্ড’ নামে আলোচিত একটি ঘটনার জন্য আগে থেকেই পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে নতুন করে অস্ত্র মামলা দায়ের এবং স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সীমান্তবর্তী এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।