প্রেমিকাকে স্যুটকেসে ভরে ছেলেদের হোস্টেলে নিতে গিয়ে ধরা পড়েছেন এক ছাত্র। ভারতের হরিয়ানা রাজ্যের সোনিপত জেলার ওপি জিন্দাল বিশ্ববিদ্যালয়ে এই ব্যতিক্রমী ঘটনাটি ঘটেছে। বড় একটি স্যুটকেসে প্রেমিকাকে ভরে হোস্টেলে ঢুকিয়ে নেওয়ার চেষ্টাকালে নিরাপত্তারক্ষীরা বিষয়টি ধরে ফেলেন।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, স্যুটকেসের চেন খোলা মাত্র ভেতর থেকে বের হন এক তরুণী, যিনি গুটিসুটি মেরে বসে ছিলেন। উপস্থিত ছাত্র ও নিরাপত্তাকর্মীরা এতে রীতিমতো অবাক হয়ে যান। যদিও মেয়েটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কিনা কিংবা দুজনের প্রকৃত সম্পর্ক কী, তা নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, নিরাপত্তা পেরিয়ে প্রেমিকাকে হোস্টেলে নেওয়া সম্ভব না বুঝেই এই অভিনব পরিকল্পনা করেন ছাত্রটি। তবে তার সেই পরিকল্পনা সফল হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি।
ঘটনার ভিডিওটি এনডিটিভি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি, তবে এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাস্যরসের সৃষ্টি হয়েছে। অনেকে এই ঘটনাকে ‘ছাত্রজীবনের প্রেমের দুরন্ত কাণ্ড’ হিসেবেও ব্যাখ্যা করছেন।