রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ | ৩০ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি আগামীকাল,দোয়া কামনা

ছবি সংগৃহিত

সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামীকাল (বুধবার) সেখানে তার ওপেন হার্ট সার্জারি করা হবে। সার্জারির আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

বুধবার (১৮ অক্টোবর) সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে অস্ত্রোপচার হবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, আজ মঙ্গলবার সকালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সবার দোয়া চান।

সোমবার (১৬ অক্টোবর) সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানা। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-৫৮৪ ) তাদের নিয়ে ওইদিন সকাল ৮টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।

আগামী ৩০ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার।

Header Ad
Header Ad

বাংলাদেশ ব্যাংক থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিলো: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, পরিকল্পনাটি সফল হলে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারত।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, “দুই বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিল, যদিও শেষ পর্যন্ত হ্যাকাররা ৮৮ মিলিয়ন ডলার চুরি করতে সক্ষম হয়। সে সময় বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্র চলছিল।”

তিনি আরও জানান, “তৎকালীন ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনৈতিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলে এই ঘটনায় জড়িতদের বাঁচানোর চেষ্টা করেছিল। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে যাদের নাম এসেছিল, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চাওয়া হবে।”

তিনি জোর দিয়ে বলেন, “যারা এই চুরির সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Header Ad
Header Ad

ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের জন্য সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, ভিসা প্রক্রিয়ায় জালিয়াতি করলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ হারাতে পারেন আবেদনকারীরা।

রোববার (১৩ এপ্রিল) মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই সতর্কবার্তা প্রদান করে।

পোস্টে বলা হয়, “ভিসা জালিয়াতির পরিণতি অত্যন্ত গুরুতর। কেউ যদি যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করতে গিয়ে মিথ্যা বলেন বা ভুয়া নথিপত্র জমা দেন, তবে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় তার ভিসা স্থায়ীভাবে বাতিল হতে পারে।”

 

এছাড়াও দূতাবাস জানায়, একবার ভিসা বাতিল হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা অভিবাসনের সুযোগ একেবারেই হারিয়ে যেতে পারে।

মার্কিন কর্তৃপক্ষ বাংলাদেশি আবেদনকারীদের সতর্কতার সঙ্গে এবং সততার ভিত্তিতে ভিসা আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।

Header Ad
Header Ad

চার বিসিএস নিয়ে সিদ্ধান্ত জানাল পিএসসি, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি ৮ আগস্ট

ছবি: সংগৃহীত

৪৪তম, ৪৫তম, ৪৬তম এবং ৪৭তম বিসিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ রবিবার এক বিজ্ঞপ্তিতে পিএসসি এসব সিদ্ধান্ত জানায় এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য থেকে পরীক্ষার্থীদের সাবধান থাকার অনুরোধ করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়সমূহ আগামী ৮ থেকে ১৯ মে’র মধ্যে সম্পন্ন হবে। পদসংশ্লিষ্ট বিষয়গুলোর পরীক্ষা সম্ভাব্য জুনের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে ৭ জুলাইয়ের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

একইসঙ্গে, চলমান ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় যেসব প্রার্থী ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন, তাদের মৌখিক পরীক্ষা ২২ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত স্থগিত থাকবে। এসব স্থগিত মৌখিক পরীক্ষা ১৬ জুনের পর দ্রুততম সময়ে নেওয়া হবে, যার সংশোধিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য জুন মাসের মধ্যে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলও জুনের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।

এদিকে, পূর্বঘোষিত ২৭ জুনের পরিবর্তে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৮ আগস্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পিএসসি।

পিএসসি জানিয়েছে, বিভিন্ন বিসিএস পরীক্ষার সূচি নির্ধারণ ও গ্রহণের ক্ষেত্রে প্রশ্নপত্র মুদ্রণ, পরীক্ষা কেন্দ্র নির্ধারণসহ কয়েকটি কার্যক্রমে কমিশনকে অন্যান্য প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়, যা কিছুটা সময়সাপেক্ষ। এ কারণে কখনও কখনও তারিখ পরিবর্তনের প্রয়োজন পড়ে।

সবশেষে, পরীক্ষার্থীদের বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থেকে নিয়মিতভাবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট (http://www.bpsc.gov.bd) থেকে তথ্য যাচাই করার অনুরোধ জানানো হয়েছে। শুধুমাত্র কমিশনের ওয়েবসাইটেই নির্ভরযোগ্য ও প্রামাণ্য তথ্য পাওয়া যাবে বলে উল্লেখ করা হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ ব্যাংক থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিলো: আইন উপদেষ্টা
ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র
চার বিসিএস নিয়ে সিদ্ধান্ত জানাল পিএসসি, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি ৮ আগস্ট
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
সরিয়ে দেওয়া হলো ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে
ঢাকা মেডিকেল ইন্টার্নদের নতুন সভাপতি ডা. মিশু, সম্পাদক ডা. নাদিম
হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ফলক উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
কারাগার থেকে মুক্তি পেলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান 
দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
যুদ্ধবিরতি লঙ্ঘনের পর গাজায় ১৫৬৩ ফিলিস্তিনিকে হত্যা
আলোচিত ভন্ডপীর হেডাম বাবা গ্রেপ্তার
ঢাকায় ‘মার্চ ফর গাজা’ ইতিহাসের পাতায় লেখা থাকবে:ফিলিস্তিন রাষ্ট্রদূত
চারুকলায় ফের তৈরি হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’
শিল্পে গ্যাসের নতুন দরের ঘোষণা বিকেলে
গাজায় যুদ্ধ থামাতে নেতানিয়াহুকে চাপ দিলেন ট্রাম্প!
ভারত থেকে এলো আরও ৩৬ হাজার টন চাল
শাকিব জাতিকে কী শেখাল? বরবাদে কোকেন সেবনের দৃশ্য নিয়ে ক্ষুব্ধ ইকবাল
আম্পায়ারের প্রতি ‘আগ্রাসী’ আচরণ, নিষিদ্ধ তাওহীদ হৃদয়
ডিসেম্বরে জাতীয় নির্বাচনের লক্ষ্যে সংস্কার দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ প্রধান উপদেষ্টার