রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ | ৩০ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

পিকে হালদারের ‘পিকে সিন্ডিকেটে’ জড়িতদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক

অবৈধ সম্পদ অর্জন ও আর্থিক খাতের কেলেঙ্কারির ঘটনায় আলোচিত প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের ‘পিকে সিন্ডিকেটে’ জড়িতদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ইন্টারন্যাশনাল লিজিংসহ বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের ৪০ কর্মকর্তা রয়েছে এই তালিকায়।

কমিশন সভায় অনুমোদনের পর ইতোমধ্যেই তালিকাটি বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে নিষেধাজ্ঞা চেয়ে দুদক উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান রোববার ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করেছেন। আজ সোমবার আদেশ দেওয়া হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গোয়েন্দারা পিকে হালদারের সঙ্গে ঘনিষ্ঠ অনেক ব্যক্তির নাম জেনেছেন। তারা বিষয়টি প্রতিবেদন আকারে অনুসন্ধান দলের কাছে জমা দিয়েছে। এই তালিকায় থাকা অভিযোগসংশ্লিষ্ট অনেকেই পিকে হালদারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়েছেন। এদের কেউ কেউ দেশত্যাগ করে অন্যত্র পাড়ি জমানোর চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন নিউট্রিক্যাল লিমিটেডের চেয়ারম্যান মিসেস অনামিকা মলি­ক, ব্যবস্থাপনা পরিচালক মহানন্দ তরুয়া, কনিকা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটার রামপ্রসাদ রায়, লিপরো ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উত্তম কুমার মিস্ত্রি, পরিচালক রচনা মন্ডল, দ্রিনান অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু রাজীব মারুফ, ইমেক্সোর মালিক ইমাম হোসেন, উইন্টেল ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক সুকুমার সাহা ও তার মেয়ে অনিন্দিতা মৃধা। অন্যরা হলেন- আর্থস্কোপ লিমিটেডের চেয়ারম্যান প্রশান্ত দেউরী, ব্যবস্থাপনা পরিচালক মিরা দেউরী, ওকায়ামা লিমিটেডের চেয়ারম্যান সুব্রত দাস, ব্যবস্থাপনা পরিচালক মো. তোফাজ্জল হোসেন, পরিচালক সুভ্রা রানী ঘোষ, আরবি এন্টারপ্রাইজের প্রোপ্রাইটার রতন কুমার বিশ্বাস, ইন্টারন্যাশনাল লিজিংয়ের পরিচালক পাপিয়া ব্যানার্জি, বাসুদেব ব্যানার্জি, নাসিম আনোয়ার, মো. নুরুজ্জামান, এমএ হাশেম, মোহাম্মদ আবুল হাসেম, জহিরুল আলম, নওশেরুল ইসলাম ও মমতাজ বেগম। এছাড়া নিষেধাজ্ঞার তালিকায় আছেন শ’ওয়ালেস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আলম, রাহমান কেমিক্যাল লিমিটেডের পরিচালক রাজিব সোম এবং মুন এন্টারপ্রাইজের মালিক শঙ্খ ব্যাপারী প্রমুখ।

প্রসঙ্গত, পিকে হালদার পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএলএফএসএলের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ২৫৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলায় পিকে হালদারকে ২২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এর আগে দুই দফায় পিকে হালদারের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজ করা হয়। এছাড়া তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের আরও ৩৫টি মামলা করেছে সংস্থটি। এর মধ্যে অন্তত তিনটি মামলার রেফারেন্সে উল্লি­খিত ব্যক্তিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর আর্থিক খাত থেকে আত্মীয়স্বজন চক্রের মাধ্যমে ১০ হাজার কোটি টাকার বেশি সরানোর অভিযোগ নিয়ে রাষ্ট্রীয় দুটি সংস্থা তদন্ত করে এরই মধ্যে প্রতিবেদন দিয়েছে। তদন্ত সংস্থার অনুরোধেই ভারতীয় কেন্দ্রীয় সরকারের এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তারা পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে পিকে হালদার, তার ভাই প্রীতিশ হালদারসহ ছয়জনকে গ্রেফতার করেছে। বর্তমানে সেখানেই কারাবন্দি আছেন তারা।

 

Header Ad
Header Ad

বাংলাদেশ ব্যাংক থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিলো: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, পরিকল্পনাটি সফল হলে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারত।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, “দুই বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিল, যদিও শেষ পর্যন্ত হ্যাকাররা ৮৮ মিলিয়ন ডলার চুরি করতে সক্ষম হয়। সে সময় বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্র চলছিল।”

তিনি আরও জানান, “তৎকালীন ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনৈতিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলে এই ঘটনায় জড়িতদের বাঁচানোর চেষ্টা করেছিল। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে যাদের নাম এসেছিল, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চাওয়া হবে।”

তিনি জোর দিয়ে বলেন, “যারা এই চুরির সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Header Ad
Header Ad

ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের জন্য সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, ভিসা প্রক্রিয়ায় জালিয়াতি করলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ হারাতে পারেন আবেদনকারীরা।

রোববার (১৩ এপ্রিল) মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই সতর্কবার্তা প্রদান করে।

পোস্টে বলা হয়, “ভিসা জালিয়াতির পরিণতি অত্যন্ত গুরুতর। কেউ যদি যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করতে গিয়ে মিথ্যা বলেন বা ভুয়া নথিপত্র জমা দেন, তবে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় তার ভিসা স্থায়ীভাবে বাতিল হতে পারে।”

 

এছাড়াও দূতাবাস জানায়, একবার ভিসা বাতিল হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা অভিবাসনের সুযোগ একেবারেই হারিয়ে যেতে পারে।

মার্কিন কর্তৃপক্ষ বাংলাদেশি আবেদনকারীদের সতর্কতার সঙ্গে এবং সততার ভিত্তিতে ভিসা আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।

Header Ad
Header Ad

চার বিসিএস নিয়ে সিদ্ধান্ত জানাল পিএসসি, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি ৮ আগস্ট

ছবি: সংগৃহীত

৪৪তম, ৪৫তম, ৪৬তম এবং ৪৭তম বিসিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ রবিবার এক বিজ্ঞপ্তিতে পিএসসি এসব সিদ্ধান্ত জানায় এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য থেকে পরীক্ষার্থীদের সাবধান থাকার অনুরোধ করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়সমূহ আগামী ৮ থেকে ১৯ মে’র মধ্যে সম্পন্ন হবে। পদসংশ্লিষ্ট বিষয়গুলোর পরীক্ষা সম্ভাব্য জুনের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে ৭ জুলাইয়ের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

একইসঙ্গে, চলমান ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় যেসব প্রার্থী ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন, তাদের মৌখিক পরীক্ষা ২২ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত স্থগিত থাকবে। এসব স্থগিত মৌখিক পরীক্ষা ১৬ জুনের পর দ্রুততম সময়ে নেওয়া হবে, যার সংশোধিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য জুন মাসের মধ্যে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলও জুনের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।

এদিকে, পূর্বঘোষিত ২৭ জুনের পরিবর্তে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৮ আগস্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পিএসসি।

পিএসসি জানিয়েছে, বিভিন্ন বিসিএস পরীক্ষার সূচি নির্ধারণ ও গ্রহণের ক্ষেত্রে প্রশ্নপত্র মুদ্রণ, পরীক্ষা কেন্দ্র নির্ধারণসহ কয়েকটি কার্যক্রমে কমিশনকে অন্যান্য প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়, যা কিছুটা সময়সাপেক্ষ। এ কারণে কখনও কখনও তারিখ পরিবর্তনের প্রয়োজন পড়ে।

সবশেষে, পরীক্ষার্থীদের বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থেকে নিয়মিতভাবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট (http://www.bpsc.gov.bd) থেকে তথ্য যাচাই করার অনুরোধ জানানো হয়েছে। শুধুমাত্র কমিশনের ওয়েবসাইটেই নির্ভরযোগ্য ও প্রামাণ্য তথ্য পাওয়া যাবে বলে উল্লেখ করা হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ ব্যাংক থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিলো: আইন উপদেষ্টা
ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র
চার বিসিএস নিয়ে সিদ্ধান্ত জানাল পিএসসি, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি ৮ আগস্ট
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
সরিয়ে দেওয়া হলো ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে
ঢাকা মেডিকেল ইন্টার্নদের নতুন সভাপতি ডা. মিশু, সম্পাদক ডা. নাদিম
হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ফলক উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
কারাগার থেকে মুক্তি পেলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান 
দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
যুদ্ধবিরতি লঙ্ঘনের পর গাজায় ১৫৬৩ ফিলিস্তিনিকে হত্যা
আলোচিত ভন্ডপীর হেডাম বাবা গ্রেপ্তার
ঢাকায় ‘মার্চ ফর গাজা’ ইতিহাসের পাতায় লেখা থাকবে:ফিলিস্তিন রাষ্ট্রদূত
চারুকলায় ফের তৈরি হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’
শিল্পে গ্যাসের নতুন দরের ঘোষণা বিকেলে
গাজায় যুদ্ধ থামাতে নেতানিয়াহুকে চাপ দিলেন ট্রাম্প!
ভারত থেকে এলো আরও ৩৬ হাজার টন চাল
শাকিব জাতিকে কী শেখাল? বরবাদে কোকেন সেবনের দৃশ্য নিয়ে ক্ষুব্ধ ইকবাল
আম্পায়ারের প্রতি ‘আগ্রাসী’ আচরণ, নিষিদ্ধ তাওহীদ হৃদয়
ডিসেম্বরে জাতীয় নির্বাচনের লক্ষ্যে সংস্কার দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ প্রধান উপদেষ্টার