হিরো আলমকে মারধর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৭ জুলাই) নির্বাচন ভবনে ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
তিনি বলেন, একজন স্বতন্ত্র প্রার্থী তার সমর্থকদের নিয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলেন। তার সঙ্গে ৭০ জনের মতো ইউটিউবার ছিল। প্রার্থী ছাড়া অন্য কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারে না। এজন্য পুলিশ তাদের বের করে দিয়েছে। পরে কেন্দ্রের বাইরে তাকে কে বা কারা মারধর করেছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে পুলিশকে মামলা দেওয়ার নির্দেশ দিয়েছি আমরা। ইতোমধ্যে হিরো আলমের উপর হামলাকারী একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানতে পেরেছি।
প্রসঙ্গত, বিকাল ৩টা ১০ মিনিটে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শন করতে গেলে হিরো আলমের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। তাকে রামপুরায় বেটার লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।