তুলে নেওয়া হলো অবরোধ, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
প্রায় ৫ ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছেন চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এর ফলে ঢাকা থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে।
রবিবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনের আশ্বাসে রেললাইন ছাড়েন শ্রমিকরা। বেলা ২টা ৪৫ মিনিটের দিকে রেল চলাচল শুরু হয়।
এর আগে চাকরি স্থায়ীকরণের দাবি ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে সকাল ১০টার দিকে রাজধানীর এফডিসি এলাকায় ‘বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকবৃন্দ’ ব্যানারে রেললাইন অবরোধ করেন অস্থায়ী শ্রমিকরা।
শ্রমিকদের অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ১০টার পর কোনো ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে পারেনি এবং সেখান থেকে ছেড়েও যায়নি।
রেলশ্রমিকদের দাবি, বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ পাওয়া অস্থায়ী শ্রমিকদের (টিএলআর) চাকরি ফেরত দেওয়া, স্থায়ীকরণ, আউটসোর্সিং প্রথা বাতিল করা এবং নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো চতুর্থ শ্রেণির কর্মচারীদের অষ্টম শ্রেণি পাস বহাল রাখার দাবিতে ট্রেন আটকে এ কর্মসূচি পালন করেন তারা।