শনিবার, ১২ এপ্রিল ২০২৫ | ২৯ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে আদানির সংক্ষিপ্ত ঢাকা সফর

ভারতের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি স্বল্প সময়ের জন্য ঢাকায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক করেছেন এবং তাকে ধন্যবাদ জানিয়ে ফিরে গেছেন।

শনিবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আদানি।

পরে নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার আলট্রা সুপার ক্রিটিক্যাল গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের পুরো সক্ষমতায় উৎপাদন বুঝিয়ে দিতে পেরে (আমি) সম্মানিত।

তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের সাহসী সেই দলকে স্যালুট জানাই, যারা করোনা মহামারির মধ্যেও কাজ শুরু করে মাত্র সাড়ে ৩ বছরের রেকর্ড সময়ে বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে নিয়ে এসেছে।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে নিজস্ব উড়োজাহাজে করে বাংলাদেশে পৌঁছান আদানি। পরে বৈঠক শেষে দুপুর ১টার দিকে ফিরে যান তিনি।

গত ২৫ জুন ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডা জেলায় আদানি গ্রুপের নির্মিত ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি উৎপাদন শুরু করে। বিদ্যুৎকেন্দ্রটি পুরোদমে চালু হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ঢাকায় আসেন আদানি।

Header Ad
Header Ad

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যাওয়ার পথে ২ মাইক্রোবাসের সংঘর্ষ, আহত ১২

টাঙ্গাইলের ধনবাড়ীতে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি: ঢাকাপ্রকাশ

মার্চ ফর গাজা কর্মসূচিতে ঢাকায় যাওয়ার পথে টাঙ্গাইলের ধনবাড়ীতে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের ১২ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) সকালে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার বানিয়াজং বাসস্ট্যান্ডে এলাকায় এ ঘটনা ঘটে।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা সবাই জামালপুরের জেলার মাদারগঞ্জ উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য জামালপুরের মাদারগঞ্জ উপজেলা থেকে একটি মাইক্রোবাসে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলার একটি দল মাইক্রোবাসযোগে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে ধনবাড়ী বানিয়াজং বাসস্ট্যান্ডে এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ১২ জন যাত্রী আহত হন।

এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ১১ জনকে জামালপুর হাসপাতালে ভর্তি করে। তারমধ্যে গুরুতর আহত অবস্থায় এক জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে ইসলামী আন্দোলন মাদারগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা সফিকুল ইসলাম রয়েছেন।

এ ব্যাপারে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল্লাহ জানান, খবর পেয়ে দুর্ঘটনার কবলিত দুইটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে এবং আহতদের মধ্যে একজন গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন।

Header Ad
Header Ad

ফিলিস্তিনিদের মুক্তি কামনায় মোনাজাতের মাধ্যমে শেষ হলো 'মার্চ ফর গাজা'

ফিলিস্তিনিদের মুক্তি কামনায় মোনাজাত। ছবি: ঢাকাপ্রকাশ

ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের মুক্তি এবং শান্তির প্রত্যাশায় মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টা থেকে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়া এই গণজমায়েত শেষ হয় বিকেল ৪টার দিকে মোনাজাতের মাধ্যমে।

ফিলিস্তিনিদের জন্য করা এই আবেগঘন মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

জনসমুদ্রে পরিণত হওয়া এই কর্মসূচিতে লাখো মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন বয়স ও শ্রেণিপেশার মানুষ ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে সমবেত হন রাজধানীর প্রাণকেন্দ্রে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিশ্বখ্যাত কারী আহমদ বিন ইউসুফ। এরপর দেশের প্রথিতযশা ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারী বক্তব্য দিয়ে জনগণকে উদ্বুদ্ধ করেন। আলেমদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জনতাও গর্জে উঠে—“আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চাই।”

কর্মসূচিতে উপস্থাপনার দায়িত্বে ছিলেন মুফতি রেজাউল করিম আবরার। বক্তব্য দেন দেশের বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এদিনের কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল ‘মার্চ ফর গাজা’ ঘোষণাপত্র পাঠ। এটি পাঠ করেন জাতীয় দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান। ঘোষণাপত্রে ফিলিস্তিনের মুক্তির জন্য মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান জানানো হয়।

গণজমায়েত উপলক্ষে রাজধানীর শাহবাগ, দোয়েল চত্বর, রমনা পার্ক, মৎস্য ভবন, গুলিস্তান ও আশপাশের এলাকায় ছিল অভূতপূর্ব জনসমাগম। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ছিল বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য, ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি শুধু একটি রাজনৈতিক বা ধর্মীয় আয়োজন নয়—বরং এটি হয়ে উঠেছে এক জনতার আত্মিক প্রতিবাদ, একটি মানবতার বার্তা।

Header Ad
Header Ad

আমাদের প্রত্যেকের হৃদয়ে বাস করে একটি করে ফিলিস্তিন: আজহারী (ভিডিও)

ছবি: সংগৃহীত

"আমাদের একেক জনের হৃদয়ে বাস করে একেকটা ফিলিস্তিন, একেকটা গাজা, একেকটা আল-কুদস।"—এই ভাষায় ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের অটুট ভালোবাসার কথা তুলে ধরেছেন ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির জনসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এই অনুভবের কথা বলেন।

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই গণজমায়েতে সারা দেশ থেকে লাখো মানুষের ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে। জনতার সেই ঢেউয়ের মাঝে দাঁড়িয়ে আজহারী বলেন, “এই জনসমুদ্র শুধু সমাবেশ নয়, এটি ফিলিস্তিন ও আল-আকসার প্রতি আমাদের হৃদয়ের স্পন্দন। ভৌগোলিকভাবে আমরা দূরে, কিন্তু আজকের এই উপস্থিতি বলে দিচ্ছে—আমাদের হৃদয় ঠিক সেখানে, যেখানে গুলিবিদ্ধ এক শিশু পড়ে আছে, যেখানে এক মা সন্তান হারানোর আহাজারি করছে।”

জনসভায় উপস্থিত ছিলেন ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।

বক্তব্যের সময় আজহারী রণধ্বনির মতো স্লোগান তোলেন- “আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চাই!” “ফিলিস্তিন! ফিলিস্তিন! জিন্দাবাদ! জিন্দাবাদ!” “আল-কুদস! আল-কুদস! জিন্দাবাদ! জিন্দাবাদ!”

তার এই স্লোগানে সাড়া দেয় উপস্থিত লাখো মানুষ, উত্তাল হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। যেন ঢাকার বুকে জন্ম নেয় একখণ্ড ফিলিস্তিন—ব্যথিত, রক্তাক্ত, তবুও সংগ্রামী।

এই কর্মসূচি ঘিরে দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা একত্রিত হয়েছেন। ইসলামী চিন্তাবিদ থেকে শুরু করে কবি, শিল্পী, নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন এই গণজাগরণে।

উল্লেখ্য, ইসরায়েলের চলমান আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে এই কর্মসূচির আয়োজন করা হয়। সারাদেশ থেকে হাজার হাজার মানুষ সকালে রাজধানীতে এসে জড়ো হন এই ঐতিহাসিক উদ্যানে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যাওয়ার পথে ২ মাইক্রোবাসের সংঘর্ষ, আহত ১২
ফিলিস্তিনিদের মুক্তি কামনায় মোনাজাতের মাধ্যমে শেষ হলো 'মার্চ ফর গাজা'
আমাদের প্রত্যেকের হৃদয়ে বাস করে একটি করে ফিলিস্তিন: আজহারী (ভিডিও)
নওগাঁয় বিলের খাস জমিতে পুকুর খননের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করলেন মাহমুদুর রহমান
৩ বছরে নাগরিকত্ব পাওয়ার বিধান বাতিল করছে জার্মানি
কোরআন তেলাওয়াতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু
সাকিবের বিচার এই দেশের মাটিতেই হবে: আমিনুল হক
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে লাগবে ঊর্ধ্বতনের অনুমতি: ডিএমপি
‘মার্চ ফর গাজা’ নিছক কোনো পদযাত্রা নয়, এটি মুসলিমদের ঐক্যের সেতু: আজহারি
ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
আল-আকসার ইমামকে ৭ দিনের নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল
হাসিনার দোসররা ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে: উপদেষ্টা ফারুকী
১০ জনের পরিবারের সবাইকে হত্যা করল ইসরায়েল
পিএসএল না খেলেই দেশে ফিরছেন লিটন
পাগলা মসজিদের অ্যাকাউন্টে জমেছে ৮০ কোটি ৭৫ লাখ টাকা
ভারী বর্ষণ-বজ্রপাতে ভারত ও নেপালে প্রায় ১০০ জনের প্রাণহানি
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৮ বস্তা টাকা, গণনা চলছে
অবশেষে জানা গেল কলকাতার কোথায় আছেন ওবায়দুল কাদের
স্বাধীন ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ