দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও আবহাওয়াবিষয়ক বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা সূত্র জানিয়েছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ ক্রমে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। এটি আগামী চব্বিশ ঘণ্টায় আরও দুর্বল হয়ে পড়বে।
সূত্র অনুযায়ী ‘জাওয়াদ’-এর ফলে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ এলাকাজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। যা আগামী এক থেকে দুই দিন চলতে পারে। এর সঙ্গে দেশের উপকূলীয় এলাকাজুড়ে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ‘ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় এরই মধ্যে সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম, খুলনা ও বরিশালে হালকা বৃষ্টি শুরু হয়েছে।
বঙ্গোপসাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে যেতে নিষেধ করা হয়েছে।
এনএইচ/এএন