‘বিনিয়োগ-উৎপাদন বাড়ছে, আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছি। আমাদের বিনিয়োগ বাড়ছে, উৎপাদন বাড়ছে। কাজেই ডলারের উপর চাপ তো বাড়বেই।
ডলার সংকট নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, স্যাংশন কাউন্টার স্যাংশন। যার ফলে আজ সারা বিশ্বে মুদ্রাস্ফীতি বেড়েছে। পরিবহন পরিচালন ব্যয় বেড়ে গেছে। যে কারণে ডলার সংকট এখন সমগ্র বিশ্বেই রয়ে গেছে।
সোমবার (১৫ মে) বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সদ্য সমাপ্ত জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারিতে আমদানি-রপ্তানি, বিদেশে যাতায়াত বন্ধ থাকায় আমাদের খরচও কমেছিল। তখন ডলার খরচ হয়েছিল শুধু ভ্যাকসিন কিনতে। বাকিটা আমরা ভালোভাবে রিজার্ভ রাখতে পেরেছিলাম। তারপর যখন অর্থনীতি মুক্ত হলো ডলার খরচও বেড়ে গেল। তারচেয়েও বড় কথা আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছি। আমাদের বিনিয়োগ বাড়ছে, উৎপাদন বাড়ছে, কাজেই ডলারের উপর চাপ তো বাড়বেই।
ঢাকার নদী-খাল রক্ষায় সরকারের পদক্ষেপ ও কথিত নদীখেকোরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কি না- এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, নদীখেকো বলতে হলে তো আগে মিলিটারি ডিকটেটরদের কথা বলতে হয়। সেই আইয়ুব খান থেকে শুরু, এরপর জিয়াউর রহমান, এরশাদ এবং তারপরে খালেদা জিয়া। এরা যে যখনই এসেছে আমাদের নদীগুলোর সর্বনাশ করে দিয়েছে গেছে। গাছের সর্বনাশ করেছে, রাস্তার সর্বনাশ করেছে, সবই একে একে ধ্বংস করে গেছে। এটা হতো বাস্তব কথা।
এরইমধ্যে তার সরকার বহু নদী ড্রেজিং করেছে এবং ড্রেজিংয়ের এ কাজ অব্যাহত রয়েছে বলেও জানান সরকারপ্রধান।
কেএম/এসজি
