তাদের ভয় পাওয়ার কিছু নেই: প্রধানমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশের বিরুদ্ধে সপ্তম নৌবহর পাঠিয়েছিল তাদের ভয় পাওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৫ মে) বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন তিনি। সদ্য সমাপ্ত জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে কোনো দেশের নাম উল্লেখ না করে বলেন, কথা নেই বার্তা নেই স্যাংশনের ভয় দেখানো। এটা কেন? যারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল তাদের ভয় পাওয়ার কিছু নেই।
প্রসঙ্গত, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় দখলদার পাকিস্তানের সমর্থনে সপ্তম নৌবহর পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র।
প্রধানমন্ত্রী আরও বলেন, অর্থ মন্ত্রণালয়কে বলে দিয়েছি যারা আমাদের স্যাংশন দেবে তাদের থেকে কেনাকাটা করব না। আমরা তো কারও উপর নির্ভরশীল না।
যারা স্যাংশন দিয়েছে তাদের বিরুদ্ধে দুটি ব্যবস্থা নিয়েছেন উল্লেখ করে শেখ হাসিনা সাংবাদিকদের বলেন, কী অ্যাকশন নিয়েছি সেটি আপনারা খুঁজে বের করেন।
ত্রিদেশীয় সফরে গত ২৫ এপ্রিল জাপানের রাজধানী টোকিও পৌঁছান শেখ হাসিনা। সেখানে জাপান ও বাংলাদেশের মধ্যে ৮টি চুক্তি হয়। এরপর প্রধানমন্ত্রী বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্বের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে ২৯ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে পৌঁছান। যুক্তরাষ্ট্র সফরকালে আরও কয়েকটি কর্মসূচিতে যোগ দেন তিনি।
এরপর রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ৪ মে যুক্তরাজ্যে পৌঁছান শেখ হাসিনা। ৬ মে অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ ছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেন। সফর শেষে গত ৯ মে দেশে ফেরেন শেখ হাসিনা।
আরইউ/এসজি
