রিজার্ভ ৩১.২২ বিলিয়ন ডলার, আতঙ্কের কিছু নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.২২ বিলিয়ন মার্কিন ডলার। এটা যথেষ্ট। কাজেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
সোমবার (১৫ মে) বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সদ্য সমাপ্ত জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ডলার সংকট বিশ্বব্যাপী। এটা শুধু বাংলাদেশের না। করোনা ও যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের স্যাংশনের কারণে এটা হয়েছে।
আমাদের এখানে বিনিয়োগ হচ্ছে, উৎপাদন হচ্ছে, কাজেই ডলার খরচ হবেই এমনটা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা আগেও ক্ষমতায় ছিলাম। ১৯৯৬ সালে রিজার্ভ কম ছিল। আপৎকালীন ব্যয় মেটানোর রিজার্ভ থাকলেই হয়। তিনমাসের খাবার রিজার্ভ থাকলেই হয়। আমাদের রিজার্ভ এখনো যা আছে তা দিয়ে এমন কোনো সংকট নাই।
তিনি বলেন, ২০০৬ সালে বিএনপির সময় রিজার্ভ কত ছিল? এক বিলিয়নেরও কম। এখন ৩১.২২ বিলিয়ন ডলার। কাজেই এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। নিজেরা ফসল ফলাবো। উৎপাদন করে চলব। খাবারের অভাব হবে না।
ত্রিদেশীয় সফরে গত ২৫ এপ্রিল জাপানের রাজধানী টোকিও পৌঁছান শেখ হাসিনা। সেখানে জাপান ও বাংলাদেশের মধ্যে ৮টি চুক্তি হয়। এরপর প্রধানমন্ত্রী বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্বের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে ২৯ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে পৌঁছান। যুক্তরাষ্ট্র সফরকালে আরও কয়েকটি কর্মসূচিতে যোগ দেন তিনি।
এরপর রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ৪ মে যুক্তরাজ্যে পৌঁছান শেখ হাসিনা। ৬ মে অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ ছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেন। সফর শেষে গত ৯ মে দেশে ফেরেন শেখ হাসিনা।
আরইউ/এসজি
