‘ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি দ্রুত মেরামত করা হচ্ছে’
ঘূর্ণিঝড় ‘মোখা’য় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি দ্রুত মেরামত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৫ মে) বিকাল ৪টার দিকে গণভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় আমরা উপকূলে ব্যাপক প্রস্তুতি নিয়েছিলাম। উপকূলীয় ১৩ জেলায় আমরা ৭ হাজার ৪০টি আশ্রয়কেন্দ্র খুলেছিলাম যেগুলোতে সাড়ে ৭ লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছিল।
তিনি আরও বলেন, আমি সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছি। মোখায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি দ্রুত মেরামত করা হচ্ছে। এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।
ত্রিদেশীয় সফরে গত ২৫ এপ্রিল জাপানের রাজধানী টোকিও পৌঁছান শেখ হাসিনা। সেখানে জাপান ও বাংলাদেশের মধ্যে ৮টি চুক্তি হয়। এরপর প্রধানমন্ত্রী বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্বের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে ২৯ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে পৌঁছান। যুক্তরাষ্ট্র সফরকালে আরও কয়েকটি কর্মসূচিতে যোগ দেন তিনি।
এরপর রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ৪ মে যুক্তরাজ্যে পৌঁছান শেখ হাসিনা। ৬ মে অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ ছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেন। সফর শেষে গত ৯ মে দেশে ফেরেন শেখ হাসিনা।
কেএম/এসজি