‘ইন্দোনেশিয়া-সৌদির সহায়তায় সুদান থেকে ফেরানো হচ্ছে বাংলাদেশিদের’

ইন্দোনেশিয়া ও সৌদি আরবের সহায়তায় সুদানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
রবিবার (৩০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী।
আগামী ২ মে জাহাজে করে ৭০০ বাংলাদেশিকে সৌদি আরবে নেওয়া হবে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ট্রাভেল পাস দিয়ে দ্রুত তাদের সৌদি আরবে পাঠানো হচ্ছে। সৌদি আরব কাছাকাছি হওয়ায় সেখানে নেওয়া হচ্ছে।
১৫০০ বাংলাদেশির মধ্যে ৭০০ জন ফিরতে রেজিস্ট্রেশন করেছেন জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরব থেকে তাদের বিমানে করে বাংলাদেশে নিয়ে আসা হবে। একাধিক ফ্লাইটে নিয়ে আসা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, খার্তুমের বাংলাদেশ দূতাবাসে কাজ করার সুযোগ নেই। তাই পাশ্ববর্তী দেশ থেকে কাজগুলো করা হচ্ছে।
আরইউ/এমএমএ/
