ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারত্বের ৫০ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান।
জাপানে ৪ দিনের সরকারি সফর শেষ করে শুক্রবার (২৮ এপ্রিল) ওয়শিংটন ডিসির উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় গতকাল বিকাল ৩টা ৩৫ মিনিটে ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইটটি।
জানা গেছে, ওয়াশিংটন ডিসিতে ৭ দিনের সফর শেষ করে যুক্তরাজ্য ও কমনওয়েলথ রাজ্যের রাজা ও রানি হিসেবে তৃতীয় চার্লস এবং তার স্ত্রী ক্যামিলার রাজ্যাভিষেকে অনুষ্ঠানে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য ৪ মে লন্ডনের উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন তিনি।
এসআইএইচ
