ভারতে গেলেন বিজিবির প্রতিনিধি দল
ছবি : সংগৃহীত
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬ সদস্যের প্রতিনিধিদল ভারত সফরে গেছে।
এ সফরে প্রতিনিধিত্ব করছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। শনিবার (৪ ডিসেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, রোববার (৫ ডিসেম্বর) বিএসএফ'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভারতের জয়সালমের (রাজস্থান) এ অনুষ্ঠিতব্য বিএসএফ প্যারেড ও অন্যান্য অনুষ্ঠানে যোগ দিতে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে প্রতিনিধিদল শুক্রবার (৩ ডিসেম্বর) ঢাকা ত্যাগ করেন। তারা কলকাতা ও নয়াদিল্লী হয়ে শনিবার বিকালে ভারতের জয়সালমের (রাজস্থান) বিমানবন্দরে পৌঁছান।
এ সময় বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বাংলাদেশ প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান করেন। বিজিবি মহাপরিচালকের এই সফর বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার বিরাজমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আস্থা ও সুসম্পর্ক জোরদার, দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং উভয় দেশের সীমান্ত সমস্যা নিরসনে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।
এ ছাড়াও বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এর আমন্ত্রণে বিজিবি সীমান্ত কল্যাণ সমিতি এর প্রধান পৃষ্ঠপোষক ও বিজিবি মহাপরিচালকের স্ত্রী সোমা ইসলাম আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং তাদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।
বিএসএফ'র প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে ৮ ডিসেম্বর বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ঢাকায় ফিরবেন।
এনএইচ/এমএমএ/