র্যাব নিয়ে ডয়চে ভেলের প্রতিবেদন খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের এলিট ফোর্স র্যাব নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনের অভিযোগ খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র।
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপ-প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল একথা বলেন। তিনি একই সঙ্গে বাংলাদেশ সরকারকেও প্রতিবেদনটি খতিয়ে দেখার আহ্বান জানান।
শুক্রবার (৭ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজে বেদান্ত প্যাটেলের বক্তব্য ও ডয়চে ভেলের ভিডিও প্রতিবেদনটি শেয়ার করা হয়েছে।
মানবাধিকার লঙ্ঘনকারীদের অবশ্যই জবাবদিহি করতে হবে- উল্লেখ করে বেদান্ত প্যাটেল বলেন, এই ভিডিওতে থাকা অভিযোগ অত্যন্ত সাবধানতার সঙ্গে খতিয়ে দেখব এবং আমরা আশা করি বাংলাদেশ সরকারও তাই করবে।
এদিকে ডয়চে ভেলের এ প্রতিবেদনকে ভিত্তিহীন হিসেবে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরীন একথা জানান।
সম্পতি ডয়চে ভেলে র্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বাহিনীটির দুজন কমান্ডারের সাক্ষাৎকার প্রকাশিত হয়। সাক্ষাৎকারে ওই দুজন বর্ণনা দেন কীভাবে এবং কাদের নির্দেশে র্যাব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটায়।
আরইউ/এসএন