শুক্রবার, ২১ মার্চ ২০২৫ | ৭ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

এ বছর সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা

এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ দুই হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর (২০২২) সর্বনিম্ন ফিতরা ছিল ৭৫ টাকা এবং সর্বোচ্চ ফিতরা ছিল দুই হাজার ৩১০ টাকা।

রবিবার (২ এপ্রিল) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় ১৪৪৪ হিজরি সনের সাদাকাতুল ফিতরের (ফিতরা) এ হার নির্ধারণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান।

ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য রোজার ঈদে ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলেমেয়ের পক্ষ থেকে বাবাকে এই ফিতরা দিতে হয়। আর তা দিতে হয় ঈদুল ফিতরের নামাজের আগেই।

মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, খেজুর, কিসমিস, পনির ও যবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজারমূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, গম বা আটা দ্বারা ফিতরা দিতে হলে এক কেজি ৬৫০ গ্রাম আটার বাজার মূল্য ১১৫ টাকা প্রদান করতে হবে। যব দ্বারা ফিতরা দিতে হলে ৩ কেজি ৩০০ গ্রাম যব এর বাজারমূল্য অর্থাৎ ৩৯৬ টাকা, কিসমিস দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রামের বাজারমূল্য ১ হাজার ৬৫০ টাকা, খেজুর দিয়ে প্রদান করলে ৩ কেজি ৩০০ গ্রামের বাজার মূল্য ১ হাজার ৯৮০ টাকা এবং পনির দ্বারা দিতে চাইলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২ হাজার ৬৪০ টাকা ফিতরা প্রদান করতে হবে। মুসলমানগণ নিজ নিজ সামর্থ অনুযায়ী উপরোক্ত পণ্যের যেকোনো একটির বাজার মূল্য দ্বারা সাদাকাতুল ফিতরা আদায় করতে পারবেন।

দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের সর্বোচ্চ বাজার মূল্যের ভিত্তিতে ফিতরা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কমিটি।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামি ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার, মদিনাতুল উলুম কালিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রাজ্জাক, জামিয়া শরীয়ার ভাইস প্রিন্সিপাল মুফতি নজরুল ইসলাম প্রমুখ।

এনএইচবি/আরএ/

Header Ad
Header Ad

ভিনিসিয়ুসের শেষ মুহূর্তের জাদুতে ব্রাজিলের রোমাঞ্চকর জয়

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াইয়ে জয় ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না সেলেকাওদের সামনে। শেষ দুই ম্যাচে এক জয় ও এক ড্র নিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা হতাশ ছিল।

তাছাড়া, বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের অবস্থাও ছিল একেবারে সংকটাপন্ন। কিন্তু ইনজুরি সমস্যা সত্ত্বেও ভিনিসিয়ুস জুনিয়াসের দুর্দান্ত শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে কলম্বিয়াকে পরাজিত করে রোমাঞ্চকর জয় পেয়েছে ব্রাজিল।

শুক্রবার (২১ মার্চ) ভোরে ব্রাজিলের গারিঞ্চা স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে সেলেসাওরা। দুই লাতিন পরাশক্তির মধ্যে জমজমাট লড়াইয়ের আভাস ম্যাচ শুরুর আগেই পাওয়া গিয়েছিল। ম্যাচের প্রথমে ব্রাজিলকে এগিয়ে দেন রাফায়েল রাফিনিয়া। কলম্বিয়ার ডিফেন্ডার দানিয়েল মুনোজ ডি-বক্সে ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান এবং রাফিনিয়া তার বাঁ পায়ের বাঁকানো শটে বল জালে পাঠান।

কলম্বিয়া ম্যাচে সমতায় ফেরার জন্য লড়াই চালিয়ে যায় এবং ম্যাচের বিরতির আগমুহূর্তে লুইস দিয়াজের শট থেকে সমতা ফিরে পায়। এই গোলের পেছনে বড় দায় ছিল ব্রাজিলের মিডফিল্ডার জোয়েলিন্টনের, যিনি সতীর্থের কাছ থেকে বল পেয়ে শট নিতে দেরি করায় কলম্বিয়ার হামেস রদ্রিগেজ তার কাছ থেকে বল ছিনিয়ে দেন এবং সেটি লিভারপুলের ফরোয়ার্ড দিয়াজের পায়ে চলে যায়। দিয়াজও ভুল করেননি, আড়াআড়ি শটে গোল করে সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধে ব্রাজিল বেশ কিছু ভালো আক্রমণ চালায়, তবে কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস প্রতিবারই নিজেদের গোল রক্ষা করেন। ৬৩ মিনিটে কলম্বিয়া গোল করার সুযোগ পেয়েছিল, তবে ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকারকে ফাউল করে তারা সুযোগ হাতছাড়া করে। এরপর ৭১ মিনিটে বড় ধাক্কা খায় ব্রাজিল। সানচেজের সঙ্গে সংঘর্ষে অ্যালিসন মাথায় আঘাত পান এবং মাঠ ছাড়তে হয়। ব্রাজিলের গোলবারে নামেন ম্যাথিয়াস বেন্তো।

কিন্তু সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তটি আসে যোগ করা সময়ে। খেলার নবম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র ডি-বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত শটে ব্রাজিলের জয় নিশ্চিত করেন। কলম্বিয়ার গোলরক্ষক ভার্গাস ঝাঁপিয়েও বল ধরতে পারেননি। ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

এই জয় ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি লাতিন বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে তাদের অবস্থান উন্নত করেছে। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তারা দুই নম্বরে চলে এসেছে, আর কলম্বিয়া ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে। শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ২৫, আর তৃতীয় স্থানে রয়েছে উরুগুয়ে, যারা ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

ভিনিসিয়ুসের এই শেষ মুহূর্তের গোলটি শুধুমাত্র ব্রাজিলের জয়ই নিশ্চিত করেনি, বরং তাদের আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছে বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচগুলোর জন্য।

Header Ad
Header Ad

ইউনূস-মোদি বৈঠকের জন্য দিল্লির কাছে ঢাকার চিঠি

ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা (বিমসটেক) শীর্ষ সম্মেলনের সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক আয়োজনের জন্য দিল্লির সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা। এ সপ্তাহে বাংলাদেশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠিয়েছে, যাতে আগামী মাসের প্রথম সপ্তাহে ব্যাংককে সম্ভাব্য এই বৈঠক নিয়ে আলোচনা করা হবে।

এ সম্পর্কে ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানিয়েছে, বুধবার ভারতকে চিঠি পাঠানো হয়েছে, যাতে দুই দেশের শীর্ষ নেতা বৈঠক করার জন্য সময় নির্ধারণের অনুরোধ করা হয়েছে।

আগামী ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অংশ নেবেন। ৩ এপ্রিল ব্যাংককে পৌঁছানোর পর শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে ৪ এপ্রিল ঢাকায় ফেরার কথা রয়েছে অধ্যাপক ইউনূসের।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক আয়োজনের জন্য ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চলছে।

উল্লেখ্য, এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে দুই নেতার মধ্যে বৈঠকের জন্য বাংলাদেশ চিঠি পাঠালেও সে সময় তা অনুষ্ঠিত হয়নি। তবে, ব্যাংককে অনুষ্ঠিত বৈঠকটি হবে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সময়ের শীর্ষ কর্মকর্তার সঙ্গে ভারতের শীর্ষ কর্মকর্তার প্রথম বৈঠক।

Header Ad
Header Ad

কুমিল্লায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

কুমিল্লায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে চকলেটের লোভ দেখিয়ে এক শিশুকে (৯) ধর্ষণ চেষ্টার অভিযোগে তাজিনদার সিং (৫০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

দাউদকান্দি উপজেলার রায়পুর সিংগুলা গ্রামের মোস্তফার ভাড়াটিয়া বাসা থেকে বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত ভারতীয় তাজিনদার সিং দীর্ঘদিন যাবত দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর এলাকায় এগ্রো এমবুস লিমিটেড নামে একটি ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করছেন। সেই সুবাদে সিংগুলা গ্রামের মুস্তাফার 'মা মঞ্জিলে' বাসা ভাড়া নিয়ে থাকতেন। বৃহস্পতিবার সকালে শিশুকে চকলেট দেওয়ার কথা বলে টেনে তার রুমে নিয়ে যান তাজিনদার । ঘরে নিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেন। বিষয়টি অপর একটি শিশু দেখে তার মাকে খবর দেয়। শিশুটির মায়ের আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্ত তাজিনদার সিং কে আটক করেন।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো জুনায়েদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ধর্ষণের চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাজিনদার সিংকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। প্রথমে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসা হয়। ভুক্তভোগী ওই শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। সে অনুযায়ী আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভিনিসিয়ুসের শেষ মুহূর্তের জাদুতে ব্রাজিলের রোমাঞ্চকর জয়
ইউনূস-মোদি বৈঠকের জন্য দিল্লির কাছে ঢাকার চিঠি
কুমিল্লায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
গাজায় ইসরায়েলের হামলায় আরও ৮৫ জন নিহত, তিনদিনে প্রাণ গেল ৬০০ ফিলিস্তিনির
আত্মপ্রকাশ করলো সাবেক সেনা কর্মকর্তা-আমলাদের ‘জনতার দল’
১৯৪ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি
ভোরে মাঠে নামছে ব্রাজিল, যেমন হবে একাদশ
মার্চে রেমিট্যান্সে রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ
ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
হামাসের রকেট হামলায় কাঁপল ইসরাইল, বিমান চলাচল ব্যাহত
কবরস্থানের মালিকানা নিয়ে বিরোধে মারামারি, আ.লীগ নেতার মৃত্যু
চাহালের সঙ্গে সম্পর্কের ইতি, ৫ কোটি টাকার ভরণপোষণ পেলেন ধনশ্রী
খুলনা থেকে উদ্ধার হলেন নবাবগঞ্জের নিখোঁজ বিএনপি নেতা আজাদুল হাই পান্নু
স্থানীয় নির্বাচন দিয়ে প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ে পরীক্ষা হোক: হাসনাত আবদুল্লাহ
আসিফ নজরুলের হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ তুললেন ইলিয়াস হোসাইন
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মিথ্যা তথ্যে চাকরির অভিযোগে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের মামলা
জি এম কাদেরের বিরুদ্ধে চাঁদাবাজি ও অর্থ পাচারের অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু
বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ ৭ বছর রেখে আইন পাস
অবশেষে বোলিং পরীক্ষায় পাস করলেন সাকিব আল হাসান
ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে: আমীর খসরু