ভিনিসিয়ুসের শেষ মুহূর্তের জাদুতে ব্রাজিলের রোমাঞ্চকর জয়

ছবি: সংগৃহীত
বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াইয়ে জয় ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না সেলেকাওদের সামনে। শেষ দুই ম্যাচে এক জয় ও এক ড্র নিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা হতাশ ছিল।
তাছাড়া, বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের অবস্থাও ছিল একেবারে সংকটাপন্ন। কিন্তু ইনজুরি সমস্যা সত্ত্বেও ভিনিসিয়ুস জুনিয়াসের দুর্দান্ত শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে কলম্বিয়াকে পরাজিত করে রোমাঞ্চকর জয় পেয়েছে ব্রাজিল।
শুক্রবার (২১ মার্চ) ভোরে ব্রাজিলের গারিঞ্চা স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে সেলেসাওরা। দুই লাতিন পরাশক্তির মধ্যে জমজমাট লড়াইয়ের আভাস ম্যাচ শুরুর আগেই পাওয়া গিয়েছিল। ম্যাচের প্রথমে ব্রাজিলকে এগিয়ে দেন রাফায়েল রাফিনিয়া। কলম্বিয়ার ডিফেন্ডার দানিয়েল মুনোজ ডি-বক্সে ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান এবং রাফিনিয়া তার বাঁ পায়ের বাঁকানো শটে বল জালে পাঠান।
কলম্বিয়া ম্যাচে সমতায় ফেরার জন্য লড়াই চালিয়ে যায় এবং ম্যাচের বিরতির আগমুহূর্তে লুইস দিয়াজের শট থেকে সমতা ফিরে পায়। এই গোলের পেছনে বড় দায় ছিল ব্রাজিলের মিডফিল্ডার জোয়েলিন্টনের, যিনি সতীর্থের কাছ থেকে বল পেয়ে শট নিতে দেরি করায় কলম্বিয়ার হামেস রদ্রিগেজ তার কাছ থেকে বল ছিনিয়ে দেন এবং সেটি লিভারপুলের ফরোয়ার্ড দিয়াজের পায়ে চলে যায়। দিয়াজও ভুল করেননি, আড়াআড়ি শটে গোল করে সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধে ব্রাজিল বেশ কিছু ভালো আক্রমণ চালায়, তবে কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস প্রতিবারই নিজেদের গোল রক্ষা করেন। ৬৩ মিনিটে কলম্বিয়া গোল করার সুযোগ পেয়েছিল, তবে ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকারকে ফাউল করে তারা সুযোগ হাতছাড়া করে। এরপর ৭১ মিনিটে বড় ধাক্কা খায় ব্রাজিল। সানচেজের সঙ্গে সংঘর্ষে অ্যালিসন মাথায় আঘাত পান এবং মাঠ ছাড়তে হয়। ব্রাজিলের গোলবারে নামেন ম্যাথিয়াস বেন্তো।
কিন্তু সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তটি আসে যোগ করা সময়ে। খেলার নবম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র ডি-বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত শটে ব্রাজিলের জয় নিশ্চিত করেন। কলম্বিয়ার গোলরক্ষক ভার্গাস ঝাঁপিয়েও বল ধরতে পারেননি। ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
এই জয় ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি লাতিন বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে তাদের অবস্থান উন্নত করেছে। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তারা দুই নম্বরে চলে এসেছে, আর কলম্বিয়া ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে। শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ২৫, আর তৃতীয় স্থানে রয়েছে উরুগুয়ে, যারা ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।
ভিনিসিয়ুসের এই শেষ মুহূর্তের গোলটি শুধুমাত্র ব্রাজিলের জয়ই নিশ্চিত করেনি, বরং তাদের আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছে বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচগুলোর জন্য।
