ইউনূস-মোদি বৈঠকের জন্য দিল্লির কাছে ঢাকার চিঠি

ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা (বিমসটেক) শীর্ষ সম্মেলনের সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক আয়োজনের জন্য দিল্লির সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা। এ সপ্তাহে বাংলাদেশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠিয়েছে, যাতে আগামী মাসের প্রথম সপ্তাহে ব্যাংককে সম্ভাব্য এই বৈঠক নিয়ে আলোচনা করা হবে।
এ সম্পর্কে ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানিয়েছে, বুধবার ভারতকে চিঠি পাঠানো হয়েছে, যাতে দুই দেশের শীর্ষ নেতা বৈঠক করার জন্য সময় নির্ধারণের অনুরোধ করা হয়েছে।
আগামী ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অংশ নেবেন। ৩ এপ্রিল ব্যাংককে পৌঁছানোর পর শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে ৪ এপ্রিল ঢাকায় ফেরার কথা রয়েছে অধ্যাপক ইউনূসের।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক আয়োজনের জন্য ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চলছে।
উল্লেখ্য, এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে দুই নেতার মধ্যে বৈঠকের জন্য বাংলাদেশ চিঠি পাঠালেও সে সময় তা অনুষ্ঠিত হয়নি। তবে, ব্যাংককে অনুষ্ঠিত বৈঠকটি হবে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সময়ের শীর্ষ কর্মকর্তার সঙ্গে ভারতের শীর্ষ কর্মকর্তার প্রথম বৈঠক।
