একুশে পদকপ্রাপ্ত ভাস্কর শামীম শিকদার আর নেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষক, দেশবরেণ্য ভাস্কর, একুশে পদকপ্রাপ্ত শামীম শিকদার মারা গেছেন।
মঙ্গলবার (২১ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিউরেটর অব শামীম শিকদার স্কাল্পচার পার্ক ইমরান হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
শামীম শিকদার বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন তিনি। কার্ডিওভাসকুলার, শ্বাসতন্ত্র এবং কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ৭০ বছর বয়সী এই ভাস্কর।
১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসিতে ‘স্বোপার্জিত স্বাধীনতা’ ভাস্কর্য নির্মাণ করেন শামীম শিকদার। ২০০০ সালে ফুলার রোডে ‘স্বাধীনতার সংগ্রাম’ নামে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করেন তিনি তিনি।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতির জনকের ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে স্বামী বিবেকানন্দের ভাস্কর্য ও স্ট্রাগলিং ফোর্সসহ বহু ভাস্কর্য নির্মাণ করেছেন তিনি। প্রখ্যাত এই ভাস্কর ২০০০ সালে একুশে পদক পান।
এসজি