রাজধানীর উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশঙ্কা

চলতি মাসের মাঝামাঝি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে শিলা ও বজ্রবৃষ্টিসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার (১৫ মার্চ) রাজধানী ঢাকার উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৮টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তারিফুল নেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময়ের মধ্যে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের উপর দিয়ে অতিক্রম করতে যাচ্ছে।
আবহাওয়াবিদ তারিফুল নেওয়াজ বলেন, রাজধানীর আকাশ সকাল থেকে মেঘলা দেখা যাচ্ছে। এক্ষেত্রে রাজধানীতে ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তিনি বলেন, আজ সকাল ৮টার দিকে রাজধানীতে কিছুটা বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে দুপুরের পরে ঝড়-বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এর আগে ভারতীয় আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এ সপ্তাহেই কালবৈশাখী আঘাত হানার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিসের নদীবন্দরের সতর্কবার্তার বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ময়মনসিংহ, সিলেট ও কুমিল্লা অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার গতিতে (বেগে) অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ২ নম্বর (পুন.) ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থার (৩ দিন) ক্ষেত্রে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এজন্য সবাইকে নিরাপদে থাকার অনুরোধ জানানো হচ্ছে।
কেএম/এসএন
