জিন আতঙ্কে ৫০ পোশাক শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি ঘোষণা

ছবি: সংগৃহীত
গাজীপুর সদর উপজেলার শিরিরচালা (বাঘেরবাজার) এলাকার গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানায় জিন আতঙ্কে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।
শ্রমিকদের দাবি, পাশের এসপি গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেডে গত কয়েকদিন ধরে জিনের আছরে বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। আজ সকালে গোল্ডেন রিফিট গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর একের পর এক অসুস্থ হয়ে পড়তে থাকেন। এতে পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি খারাপ হলে শ্রমিকরা দ্রুত কারখানা ত্যাগ করেন এবং অসুস্থ শ্রমিকদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। শ্রমিকদের ধারণা, পাশের কারখানার জিনের প্রভাব তাদের কারখানাতেও পড়েছে।
গাজীপুর-২ শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের ওসি আব্দুল লতিফ খান জানান, প্রায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের অসুস্থ হওয়ার সঠিক কারণ এখনও জানা যায়নি। ডাক্তারদের পর্যবেক্ষণের পর বিস্তারিত জানা যাবে।
ঘটনার পর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও জয়দেবপুর থানা পুলিশের সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানা কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ছুটি ঘোষণা করেছে।
