সংলাপ কার সঙ্গে, প্রশ্ন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কাতারের সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা কিন্তু দীর্ঘদিনের। আমাদের একটা ১৪ বছরের চুক্তি আছে তাদের সঙ্গে। সেই সহযোগিতা আমরা পাব। তারা আমাকে কথা দিয়েছেন।
সংলাপ নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা প্রশ্ন করে বলেন, সংলাপ কাদের সঙ্গে করব? যারা ১৫ আগস্ট আমার মা-বাবার হত্যা করেছে, যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আইভী রহমানকে হত্যা করল, আমাকে হত্যার চেষ্টা করল, বোমা পুঁতে আমাকে হত্যার চেষ্টা করল, যারা কোকো মারা যাওয়ার পর তাতে সমবেদনা জানাতে গিয়েছি আমাকে ঢুকতে দেয়নি, অপমান করল তাদের সঙ্গে কিসের সংলাপ, কিসের বৈঠক?
কাতারে এলডিসি সম্মেলনে যোগদান শেষে দেশে ফেরার পর সোমবার (১৩ মার্চ) গণভবনে এক সংবাদ সম্মেলেনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিদ্যুতের ক্ষেত্রে সবাইকে আমি অনুরোধ করব বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। এতে আপনাদের নিজেদেরও লাভ হবে। জ্বালানি তেল, ভোজ্যতেল, বিদ্যুৎ, পানি এগুলো ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে। সামনে গরমকাল আসছে। এটা ঠিক আমরা সবাইকে বিদ্যুৎ দিয়েছি। গ্রামে গ্রামে বিদ্যুতের চাহিদা বাড়ছে। সুতরাং সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ডেভলপমেন্ট কান্ট্রিতে ঢোকার পর আমরা কিন্তু পাট-পাটজাত পণ্য, কৃষি-কৃষিজাত পণ্য, চামড়া-চামড়াজাত পণ্য সেগুলো রপ্তানি করতে পারব। ৭০টি দেশে আমাদের পণ্য যাচ্ছে। ১০০টি দেশে পণ্য যাবে। তাই এলডিসিতে উত্তরণের কারণে আমরা যে ক্ষতিগ্রস্ত হব তা নয়। আমাদের ব্যবসার পরিধি বাড়বে।
শেখ হাসিনা বলেন, যেটা হাতেনাতে ধরা পড়ল ১০ ট্রাক অস্ত্র ধরা পড়েছে। যে পুলিশ ধরেছে তাকে শাস্তি দেওয়া হলো। ১০ ট্রাক অস্ত্র মামলায় তারেক রহমান সাজাপ্রাপ্ত। তাদের জন্মই হয়েছে অস্ত্র হাতে, অস্ত্র দিয়ে ক্ষমতা দখল করেছে তাদের কাছে আর কী আশা করবেন। এরা রাজনীতির কী জানে, রাজনীতির মধ্যে তাদের জন্ম নয় তো, তাদের জন্ম হয়েছে অস্ত্র হাতে।
তিনি আরও বলেন, খালেদার ভাই ও বোন এসে আমার ও রেহানার কাছে এসে হাত-পায়ে ধরেছে। আমি মানবিক কারণে তার সাজা স্থগিত করে তাকে বাসায় থাকার সুযোগ দিয়েছি।
এনএইচবি/এসজি
