শহীদ পরিবারের কাউকে ভিক্ষুক হিসেবে দেখতে চাই না: প্রধানমন্ত্রী
মুক্তিযোদ্ধার পরিবারের কেউ ভিক্ষা করবে এটা কোনোভাবেই কাম্য নয়। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক সম্মেলন-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী একথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'একজন মুক্তিযোদ্ধার পরিবারে কেউ ভিক্ষা করবে এটা আমাদের জন্য মোটেই সম্মানজনক না। এটা অন্তত আমার জন্য খুবই লজ্জানক বলে মনে করি। জানি না অন্যরা কী ভাববে। আমি আর দেখতে চাই না যে, কোনো শহীদ পরিবার, যার হাতে জাতির পিতার চিঠি রয়েছে সে ভিক্ষা করে খাবে। এটা যেন না হয়। সকলকে আহ্বান জানাবো এটা ভালোভাবে দেখবেন।'
প্রধানমন্ত্রী বলেন, 'কিছুদিন আগে পত্রিকায় দেখার পর আমরা এখান থেকে খবর দেওয়ার সাথে সাথে জেলা প্রশাসক যথেষ্ট ভূমিকা রেখেছেন তাকে সাহায্য করতে। তবে এখন আমার একটাই কথা এটাও দেখতে হবে যে, কোথায় কোনো মুক্তিযোদ্ধা পরিবার বা শহীদ পরিবার বা গণহত্যার স্বীকার পরিবার এই ধরনের দুর্ভোগ পোহাচ্ছে কি না।'
তিনি বলেন, 'যাদের অবদানে স্বাধীনতা অর্জন করেছি, জাতির পিতার ডাকে যারা সবকিছু ছেড়ে মুক্তিযুদ্ধে চলে গেছে, হ্যাঁ পরে তাদের অনেকে পরিবর্তন হয়েছে, বিপথে গেছে সেটাও ঠিক যেমন, কিন্তু তারপরও সাধারণ মানুষ যারা একেবারে গ্রামের তৃণমূলের মানুষ তারা তো অন্য কিছু দেখেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করবেন। তারা তাই করেছেন। কিন্তু ৭৫ এর পর তাদের আর কোনো অস্তিত্বই স্বীকার করা হয়নি। তাদের দুর্ভোগের সীমা নেই। আমরা যখন সরকারে তখন কেউ ভিক্ষাবৃত্তি করবে এটা আমাদের জন্য খুব লজ্জার। কাজেই আমার অনুরোধ থাকবে, আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আছেন, আমরা যত কাজই করি এখানে সবচেয়ে আগে এই কাজটি করতে হবে। আমি আর দেখতে চাই না কোনো শহীদ পরিবার জাতির পিতার চিঠি যার হাতে, সে ভিক্ষা করে খায়। এটা যেন না হয়। সবাইকে আহ্বান জানাব, এটা ভালোভাবে দেখবেন।'
এসএম/টিটি