মঙ্গলবার থেকে ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ফাইল ফটো
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হওয়া এ সম্মেলন সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বৈশ্বিক অতিমারি করোনা ভাইরাসের কারণে ২০২০ ও ২০২১ সালে জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এবার কয়েক দফা তারিখ পিছিয়ে অবশেষে সম্মেলন হতে যাচ্ছে। কিন্তু যখন সম্মেলন শুরু হচ্ছে ঠিক তখনই দেশে অমিক্রনে আক্রান্তের হার লাফিয়ে বাড়ছে।
মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, কোভিডজনিত কারণে এবারে সম্মেলনের সময়সূচি পাঁচ দিন থেকে কমিয়ে তিন দিন করা হয়েছে। কার্য-অধিবেশনও কমিয়ে আনা হয়েছে।
এবারের সম্মেলনে দেয়া ২৬৩টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত এসব প্রস্তাবের মধ্যে জেলা প্রশাসকদের বিভিন্ন দাবি-দাওয়াও আছে।
এবার সম্মেলনে ২১টি কার্য-অধিবেশনসহ মোট ২৫টি অধিবেশন থাকবে। এর মধ্যে প্রথম দিন সাত, দ্বিতীয় দিন আট এবং তৃতীয় দিন ১০টি অধিবেশন থাকবে। প্রথম দিন সন্ধ্যা ৬টায় রাষ্ট্রপতি ভার্চুয়ালি দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন।
দ্বিতীয় দিন বিকাল সোয়া ৪টায় শুভেচ্ছা বক্তব্য দেবেন স্পিকার। এ ছাড়া সন্ধ্যা ৬টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দেবেন প্রধান বিচারপতি।
মঙ্গলবার ডিসি সম্মেলনের উদ্বোধনের পর সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত হবে প্রথম অধিবেশন। এতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, অর্থ বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা বিভাগ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের মতবিনিময় হবে।
দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া দ্বিতীয় অধিবেশনে প্রধানমন্ত্রীর কার্যালয় ও এর আওতাধীন সংস্থাগুলোর সঙ্গে মতবিনিময় হবে।
এভাবে পর্যায়ক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা, সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক, সংস্কৃতি বিষয়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে অধিবেশন হবে।
দ্বিতীয় দিন অর্থাৎ ১৯ জানুয়ারি প্রথম অধিবেশন শুরু হবে সকাল ৯টায়। এ অধিবেশন হবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে।
এরপর একে একে কৃষি, খাদ্য, বস্ত্র ও পাট, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান, শিল্প ও জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হবে।
শেষ দিন অর্থাৎ ২০ জানুয়ারি প্রথম অধিবেশন শুরু হবে সকাল পৌনে ৯টায় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে।
দ্বিতীয় অধিবেশন হবে পানি সম্পদ, নৌ-পরিবহন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে। এরপর তথ্য ও সম্প্রচার এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ভূমি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন ও বিচার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, রেলপথ এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষাসেবা বিভাগ, দুর্নীতি দমন কমিশনের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় হবে।
সবশেষে থাকবে রাষ্ট্রপতির দিক নির্দেশনামূলক বক্তব্য।
প্রসঙ্গত, প্রতি বছর জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে। প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত থেকে সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন। একইভাবে মুক্ত আলোচনা অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা মুক্ত আলোচনায় অংশ নেন।
কিন্তু দুই বছর বিরতি দিয়ে শুরু ডিসি সম্মেলনের ভেন্যু পরিবর্তন করে এবার নেয়া হয়েছে ওসমানী স্মৃতি মিলনায়তনে।
একইভাবে প্রতিবছর ডিসি সম্মেলনের কার্য-অধিবেশনগুলো সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হলেও এবার ব্যতিক্রম হচ্ছে। এ অধিবেশনগুলোও হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে।
এ ছাড়া প্রতিবছর ডিসি সম্মেলন জুলাই মাসে অনুষ্ঠিত হলেও এবারই ব্যতিক্রম। সময় পরিবর্তন করে জানুয়ারিতে নিয়ে আসা হয়েছে।
এনএইচবি/এমএসপি