হজযাত্রীদের করতে হবে বায়োমেট্রিক ভিসার আবেদন

এবারের হজে যেতে বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসা করতে হবে। সৌদি সরকার এ বছরের হজ যাত্রীদের জন্য বায়োমেট্রিক ভিসা চালু করতে যাচ্ছে।
এই অবস্থায় বাংলাদেশ থেকে যারা এবারের হজে যাবেন তাদেরকে নতুন পদ্ধতিতে ভিসা আবেদন সাবমিট করার সকল প্রস্তুতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে ধর্ম মন্ত্রণালয়।
একইসঙ্গে নতুন পদ্ধতিতে ভিসা গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদেরকে তাদের পাসপোর্ট আপাতত নিজেদের কাছে সংরক্ষণ করার জন্য নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে আরও উল্লেখ করা হয়, সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করে যারা ইতিমধ্যে পাসপোর্ট আশকোনা হজ অফিসে জমা দিয়েছেন ভিসা কার্যক্রম শুরু হওয়ার পর তারা সেখানে বায়োমেট্রিক ভিসার আবেদন করতে পারবেন। অথবা সেখান থেকে পাসপোর্ট নিয়ে অন্য কোনো সেন্টারে ভিসার আবেদন করতে পারবেন। ভিসা কার্যক্রম শুরু হলে ভিসা সাবমিট সেন্টার ও কার্যক্রম সবাইকে জানানো হবে।
এতে আরও জানানো হয়, হজযাত্রীদের নিবন্ধনের তারিখ আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে সরকারি-বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধনের জন্য মেসেজ পেয়েছেন এমন সকলেই হজের নিবন্ধন করতে পারবেন।
এনএইচবি/এমএমএ/
