এনডিটিভিতে তুলসী গ্যাবার্ডের সাক্ষাৎকার, বাংলাদেশ প্রশ্নে যা বললেন

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা (এনআই) প্রধান তুলসী গ্যাবার্ড। ছবি: সংগৃহীত
নয়াদিল্লি সফররত যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা (এনআই) প্রধান তুলসী গ্যাবার্ডের সাক্ষাৎকার নিয়েছে এনডিটিভি ওয়ার্ল্ড। সাক্ষাৎকারে বিশেষভাবে বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে।
গণমাধ্যমটি এখন নরেন্দ্র মোদীর আস্থাভাজন গৌতম আদানির মালিকানাধীন, যার কারণে বিজেপি ও আরএসএসের প্রতি দুর্বলতা স্পষ্ট। সাক্ষাৎকারে বাংলাদেশের বিষয়ে ভারত সরকারসহ উগ্রবাদী গোষ্ঠীগুলোর সাম্প্রতিক অবস্থানের সুর প্রতিধ্বনিত হয়েছে।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর কিছু সহিংস ঘটনা ঘটে, যার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনাও রয়েছে। ভারতীয় গণমাধ্যমে এসব ঘটনা ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করা হয়।
সাক্ষাৎকারে এনডিটিভি ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের প্রসঙ্গ তুললে তুলসী গ্যাবার্ড বলেন, ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী ‘ইসলামপন্থী সন্ত্রাসবাদ’ মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এই বিষয়ে বিশেষ মনোযোগ দিচ্ছে। তিনি আরও বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি নির্যাতন, হত্যা ও নিপীড়ন যুক্তরাষ্ট্রের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয়।
তুলসী গ্যাবার্ড জানান, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। তবে, এই আলোচনা কেবল শুরু হয়েছে এবং এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি বলেন, ‘কিছু ইসলামী দলের কর্মকাণ্ডকে চরমপন্থা ও সন্ত্রাসবাদের উত্থান হিসেবে দেখানো হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই ধরনের আদর্শ মোকাবিলা করতে দৃঢ়প্রতিজ্ঞ।’
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতন ঘটে এবং তিনি ভারতে পালিয়ে যান। ভারতীয় গণমাধ্যম ৫ আগস্টের পরের ঘটনা নিয়ে বারবার অপপ্রচার চালাচ্ছে, যা নিয়ে ঢাকার পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
