আগুন নিয়ন্ত্রণে, ভয়ের কারণ নেই: আতিকুল ইসলাম

গুলশানের অগ্নিকাণ্ডস্থলে উপস্থিত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, সাত থেকে ১২ তলা পর্যন্ত চেক করা হয়েছে। ফায়ার সার্ভিসের ৪০ জন কর্মকর্তা তল্লাশি চালাচ্ছেন। টপ ফ্লোরের সবাইকে উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, আমরা যে ভয় পেয়েছিলাম সেই ভয় কিন্তু এখন আর নেই। আমরা সবাইকে উদ্ধার করার চেষ্টা করছি। যারা লাফ দিয়েছে তাদের চিকিৎসা চলছে।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস অত্যন্ত সফলতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
মেয়র আরও বলেন, উৎসুক জনতার কারণে উদ্ধার কাজে বাধাগ্রস্ত হয়েছে। মানুষকে ভিড় না করার জন্য অনুরোধ জানান তিনি।
জানা গেছে, আজ সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের একটি ১২ তলা আবাসিক ভবনে খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। পরে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বিমান বাহিনীর ফায়ার সার্ভিসের একটি টিমও।
এনএইচবি/এসআইএইচ
