ক্ষমতা বাড়ল পরিকল্পনামন্ত্রী ও প্রতিমন্ত্রীর

কোনো প্রকল্পের সর্বশেষ অনুমোদিত খরচের ২৫ শতাংশ বা ৫০ কোটি টাকা পর্যন্ত হ্রাস-বৃদ্ধি হলে এখন থেকে পরিকল্পনামন্ত্রী বা পরিকল্পনা প্রতিমন্ত্রীকে অনুমোদনের ক্ষমতা দেওয়া হয়েছে।
এ ধরনের প্রকল্প সংশোধনের জন্য আর প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে না। একনেক সভায় সংশোধিত প্রকল্প উপস্থাপন করতে হবে না। এ ব্যাপারে পরিকল্পনা বিভাগ সচিব সত্যজিত কর্মকারের সই করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ ফেব্রুয়ারি সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো প্রকল্পের সংশোধনী প্রস্তাবে সর্বশেষ অনুমোদিত খরচের ২৫ শতাংশ বা ৫০ কোটি টাকা পর্যন্ত হ্রাস-বৃদ্ধি হলে তা পরিকল্পনামন্ত্রী বা পরিকল্পনা প্রতিমন্ত্রী অনুমোদন করতে পারবেন।
এ ছাড়া, কোনো প্রকল্পের খরচ ২৫ শতাংশের বেশি হ্রাস-বৃদ্ধি হলেও প্রস্তাবিত সংশোধিত প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় যদি ৭৫ কোটি টাকার কম হয়, তাহলেও পরিকল্পনামন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী তা অনুমোদন করতে পারবেন।
তবে কোনো প্রকল্পের প্রথম বা দ্বিতীয় সংশোধনীর সময় যদি খরচ কমে যায়, সেই খরচ কমার পরিমাণ যাই হোক না কেন, তা অনুমোদন করতে পারবেন পরিকল্পনামন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী।
উল্লেখ,২০২২ সালের জুনে প্রকাশিত সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধনী নির্দেশিকা সংশোধন করে বিনিয়োগ প্রকল্পে পরিকল্পনামন্ত্রীর ক্ষমতা সংশোধন করা হলো।
জেডএ/এমএমএ/
