‘নেপাল-ভুটান থেকে বিদ্যুৎ আনায় সহযোগিতা দেবে ভারত’

নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আনার ব্যাপারে ভারত সহযোগিতা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব এ কথা জানান। এর আগে সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোত্রার সঙ্গে বৈঠক করেন তিনি।
পররাষ্ট্রসচিব বলেন, বৈঠকে ভারতের আদানি গ্রুপ ইস্যুতে কোন আলোচনা হয়নি। তবে নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আনার ব্যাপারে তারা সহযোগিতা করবে।
বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা ও সীমান্ত হত্যার ইস্যু তুলে ধরা হয়েছে জানিয়ে পররাষ্ট্রসচিব বলেন, তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমস্যা এখনো আছে। তবে কেন্দ্রীয় সরকার সহযোগিতার আশ্বাস দিয়েছে। আর সীমান্তে ভারত একটাও হত্যাকাণ্ড ঘটুক তা চায় না।
মাসুদ বিন মোমেন জানান, গ্যাস ও বিদ্যুৎ পাইপ লাইন আর ট্রান্সমিশনের ব্যাপারে আলোচনা হয়েছে। আমাদের ট্রান্সমিশন লাইনের সক্ষমতা বাড়াতে বলেছে ভারত।
এ ব্যাপারে আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে বসব এমনটা জানিয়ে সচিব বলেন, যদি ট্রান্সমিশন লাইন বাড়াতে প্রজেক্ট নিতে হয় সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে।
২০২৬ সালে গঙ্গার পানিবণ্টন চুক্তি শেষ হচ্ছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে হোমওয়ার্ক করছে বাংলাদেশ।
আরইউ/এমএমএ/
