ভোট কারচুপি করে ক্ষমতায় আসতে চাই না: প্রধানমন্ত্রী

নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন হওয়ায় আগামী সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসতে চাই না।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ডেরেক শোলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছি। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন হওয়ায় আগামী সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসতে চাই না।’
তিনি বলেন, নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিলে আমার দল দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। এ সময় ইসি সম্পূর্ণ স্বাধীন এবং এর প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন শোলে। পরে যৌথ ব্রিফিংয়ে আসেন তারা। ব্রিফিংয়ের শুরুতেই পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে ঢাকার পাশে থাকবে ওয়াশিংটন।’
আর শোলে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের চেষ্টা করছে ওয়াশিংটন।’
তিনি আরও বলেন, ‘আমরা ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। আমাদের ৫১ বছরের শক্তিশালী অংশীদারত্ব। আমরা পরবর্তী ৫১ বছর একসঙ্গে কাজ করতে চাই। সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ এবং একসঙ্গে কাজ করার সমান সুযোগও রয়েছে। দুদেশের অর্থনীতি ও নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে ওয়াশিংটন আগ্রহী।’
সফরের দ্বিতীয় দিন দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ডেরেক শোলে প্রায় দেড় ঘণ্টা ধরে দ্বিপক্ষীয় নানা ইস্যুতে কথা বলেন।
এর আগে সকালে দিনের শুরুতেই পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেন তিনি। প্রায় ঘণ্টাব্যাপী চলা বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে কথা হয়। আলোচনা হয় রোহিঙ্গা ইস্যুতেও। এ ছাড়া সামরিক চুক্তি ও মানবাধিকার নিয়ে আলোচনা হয়।
আরএ/
