বঙ্গভবনে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন নতুন রাষ্ট্রপতির
মো. সাহাবুদ্দিনকে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে ইসি সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়।
রাষ্ট্রপতি পদে আর কোনো প্রার্থী না থাকায় মো. সাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তখন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন, এ বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি করা হবে।
প্রজ্ঞাপনে জানানো হয, রবিবার (১২ ফেব্রুয়ারি) দাখিল করা মনোনয়নপত্র পরীক্ষার পর মাত্র একজনের মনোনয়ন বৈধ থাকায় মো. সাহাবুদ্দিনকে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১-এর ধারা ৭ অনুসারে তিনি নির্বাচিত হয়েছেন ।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি পদে সাহাবুদ্দিনের মনোনয়ন চূড়ান্ত করার রবিবার (১২ফেব্রুয়ারি) তাকে সঙ্গে নিয়ে মনোনযনপত্র জমা দিতে নির্বাচন কমিশনে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ প্রতিনিধি দল। সেখানে মনোনয়নপত্র জমা দেন। তা যাচাই-বাছাই শেষে সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্য দিয়েই দেশের ২২তম রাষ্ট্রপতি বঙ্গভবনে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হলো।
আগামী এপিল মাসে বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে। মোহাম্মদ সাহাবুদ্দিন তার উত্তরাধিকার হবেন।
এনএইচবি/এমএমএ/