উড়োজাহাজ লিজে দুর্নীতি মামলার আসামিরা দুদকের নজরদারিতে

মিসরের উড়োজাহাজ লিজে দুর্নীতি মামলার আসামিদের নজরদারিতে রেখেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) গোয়েন্দারা। শনিবার (১১ ফ্রেব্রুয়ারি) দুদক কমিশনার মোজাম্মেল হক খান এসব তথ্য জানিয়েছেন।
সূত্র জানায়, মামলার আগেই পলাতক প্রধান আসামি ক্যাপ্টেন ইসরাত। বাকি আসামিদের গতিবিধি সন্দেহজনক হলেই দেওয়া হবে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা।
এর আগে ২০১৪ সালে ৫ বছরের চুক্তিতে ইজিপ্ট এয়ার থেকে দুটি বোয়িং লিজ নেয় বিমান। ২০১৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ফ্লাইট পরিচালনার পর বিকল হয় উড়োজাহাজ দুটি। ২০২০ সালে ফেরত দেওয়ার আগ পর্যন্ত এর পেছনে মেরামত ও লিজ বাবদ ক্ষতি হয় ১ হাজার ১৬১ কোটি টাকা। এ ঘটনায় সংসদীয় কমিটির পর, অনুসন্ধানে নামে দুদক। জিজ্ঞাসাবাদ করা হয় লিজের দুইটি কমিটির ২১ জনকে। ৬ ফেব্রুয়ারি এই ঘটনায় ২৩ জনকে আসামি করে হয় মামলা।
পরে ১৭ আসামিকে ৩ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। তবে বিমান সূত্রে জানা গেছে, ২০১৫ সালেই কানাডায় পালিয়ে যান প্রধান আসামি ক্যাপ্টেন ইশরাত আহমেদ। তাই আত্মসমর্পণ না করা পর্যন্ত বাকিদের ওপর নজর রাখছে দুদক গোয়েন্দারা।
দুদক কমিশনার মোজাম্মেল হক খান বলেন, আসামিদের আর্থিক লেনদেন, চলাফেরা, সামাজিক গণমাধ্যমসহ সবদিকে নজর রাখছে দুদক। পালাতে পারেন এমন সন্দেহ হলেই, বিদেশ যাত্রায় দেওয়া হবে নিষেধাজ্ঞা।
উড়োজাহাজ লিজের এই দুর্নীতি মামলার আসামি তালিকা তদন্তের প্রেক্ষিতে আরও দীর্ঘ হতে পারে বলেও দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে।
কেএম/এমএমএ/
