তুরস্ক-সিরিয়ায় নিহতদের স্মরণে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক বৃহস্পতিবার

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের স্মরণে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমুহে জাতীয় পতাকা অর্ধনিমিত থাকবে।
এ ছাড়া নিহতদের আত্মার শান্তি কামনা করে দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
উল্লেখ্য, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপে সিরিয়া সীমান্তের কাছে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৯ হাজার ৬০০ জনে। তবে এ সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন হাজার হাজার মানুষ।
এনএইচবি/এমএমএ/
