৬ হাজার কোটির লিগ আনছে সৌদি, চ্যালেঞ্জের মুখে আইপিএল

৬ হাজার কোটির লিগ আনছে সৌদি। ছবি: সংগৃহীত
বিশ্ব ক্রিকেটে নতুন যুগের সূচনা করতে সৌদি আরব একটি বৈশ্বিক টি-টোয়েন্টি লিগ আয়োজনের পরিকল্পনা করছে। এই লিগের মূল লক্ষ্য হচ্ছে ক্রিকেটে একটি বিপ্লব আনা, যা টেনিসের গ্র্যান্ডস্লামের মতো বছরে চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
সৌদি আরবের ১ ট্রিলিয়ন ডলার মূল্যের সার্বভৌম সম্পদ তহবিলের ক্রীড়া শাখা ‘এসআরজে স্পোর্টস ইনভেসমেন্ট’ এই লিগে প্রধান বিনিয়োগকারী হিসেবে থাকবে। অস্ট্রেলিয়ার প্রভাবশালী ক্রিকেট ব্যক্তিত্ব নিল ম্যাক্সওয়েল এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অ্যাসোসিয়েশনও এই প্রকল্পে যুক্ত রয়েছেন।
সৌদি আরব ইতোমধ্যে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিপুল বিনিয়োগ করেছে, যেমন লাইভ গলফ, ফর্মুলা ১ এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ। যদিও সৌদি আরবের বড় ক্রিকেট স্টেডিয়াম নেই, তারা আধুনিক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা করছে।
এই লিগের বাস্তবায়নে আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমোদন প্রয়োজন হবে এবং বিশেষ করে বিসিসিআইয়ের কাছে অনুমতি চাওয়া একটি বড় চ্যালেঞ্জ হবে। সৌদি আরবের ক্রীড়া খাতে অংশগ্রহণ নিয়ে বিতর্ক থাকলেও, এটি তাদের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে, যা দেশের অর্থনৈতিক পরিবর্তনের জন্য একটি কৌশলগত বিনিয়োগ।
এই নতুন ‘গ্র্যান্ডস্লাম টি-টোয়েন্টি লিগ’ যদি অনুমোদন পায়, তবে এটি বিশ্ব ক্রিকেটে বিপ্লব আনতে পারে এবং ছোট দেশগুলোর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। সৌদি আরবের বিশাল বিনিয়োগ বিশ্ব ক্রিকেটে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
