গ্রামপুলিশের স্ত্রীকে ধর্ষণচেষ্টা, কসাইয়ের গোপনাঙ্গ কর্তন

হাসপাতালে চিকিৎসাধীন বাবলু। ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রায়পুরে ধর্ষণচেষ্টা করায় বাবলু নামের এক কসাইয়ের গোপনাঙ্গ কর্তন করেছেন এক গ্রামপুলিশের স্ত্রী। শনিবার (১৫ মার্চ) রাতে উপজেলার চরপাতা ইউনিয়নের পাটোয়ারীরপুল গ্রামে এ ঘটনা ঘটে।
পরদিন রোববার দুপুরে ওই নারীর স্বামী থানায় মামলার প্রস্তুতি নেন। বর্তমানে কসাই বাবলু রায়পুর শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ভুক্তভোগী নারীর অভিযোগ, তার স্বামী প্রতি রাতের মতো শনিবারও দায়িত্ব পালন করতে যান। এ সুযোগে লোকটি ঘরে ঢুকে তিন সন্তানের জননী এই নারীকে ধর্ষণের চেষ্টা করে। তখন তিনি তার কাছে থাকা ব্লেড দিয়ে ওই ব্যক্তির গোপনাঙ্গের কিছু অংশ কেটে দেন। এতে বাবলু আহত হয়ে পালিয়ে যায়।
ধর্ষণচেষ্টার শিকার ওই গৃহবধু জানান, তারা পাশাপাশি বাড়িতে থাকেন। বাবলু অনেক দিন ধরে তাকে ‘কুপ্রস্তাব’ দিচ্ছিলেন। বিষয়টি তিনি তার স্বামী ও স্বজনকে জানালে কেউ তার কথা বিশ্বাস করেনি। এ কারণে তিনি আত্মরক্ষার জন্য নিজের কাছে সবসময় একটি ব্লেড রাখতেন। সেই ব্লেড দিয়েই ওই ব্যক্তির গোপনাঙ্গ আংশিক কেটেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে হাসপাতালে চিকিৎসাধীন বাবলু বলেন, ‘আমি শ্বশুরবাড়িতে যাচ্ছিলাম। পথে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে গ্রামপুলিশ আরিফসহ কয়েকজন আমাকে টেনেহিঁচড়ে ঘরের ভেতরে নিয়ে আমার গোপনাঙ্গ কর্তন করে। পরে আমি ঘর থেকে বেরিয়ে পরিচিত ছোট ভাইকে ফোন দিলে সে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। আওয়ামী লীগের আমলে গ্রামপুলিশ আরিফের সাথে আমার ঝামেলা হয়। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
রায়পুর সরকারি হাসপাতালের চিকিৎসক বাহারুল আলম বলেন, ‘আহত বাবলুর গোপনাঙ্গের ২০ শতাংশ কাটা গেছে। তিনি এখন শঙ্কামুক্ত।’
এ বিষয়ে রায়পুর সার্কেলের সহকারী পুলিশ জামিলুল হক জানান, এ বিষয়ে ভুক্তভোগী থানা অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
