রাজউক চেয়ারম্যান ও ঢাকার দুই মেয়রের বিরুদ্ধে হাইকোর্টের রুল

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ও ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
ঢাকার রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও গাড়ি পার্কিং বন্ধে হাইকোর্টের রায় পালন না করায় এই রুল জারি করা হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক আবেদনের শুনানির পর বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রায় বাস্তবায়ন না করায় আদালত অবমাননার অভিযোগ এনে কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে। চার সপ্তাহের মধ্যে তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আবেদনের পক্ষে শুনানিকারী আইনজীবী মনজিল মোরেসদ সাংবাদিকদের বলেন, আদালতের রায় বাস্তবায়ন করতে বিবাদীদের আইনি নোটিশ পাঠানো হলেও তারা সাড়া দেননি। যে কারণে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করা হয়। আদালত আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেছেন।
ঢাকার রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও গাড়ি পার্কিং বন্ধে পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর পক্ষে ২০১৫ সালে একটি রিট করা হয়। ওই রিটের প্রাথমিক শুনানির পর আদালত রুল জারি করেন।
তখন হাইকোর্ট এক আদেশে অবৈধ দখলকারী ও নকশবহির্ভূত স্থাপনার তালিকা ৬০ দিনের মধ্যে দেওয়ার নির্দেশ দেন। সর্বশেষ গতবছরের ১৭ নভেম্বর দুই মেয়র ও রাজউক চেয়ারম্যানের কাছে আইনি নোটিশ পাঠিয়ে অনুরোধ করা হয়। নোটিশ পাওয়ার পাওয়ার সাত দিনের মধ্যে যেন রায়ের নির্দেশনা অনুসারে পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু পদক্ষেপ না নেওয়ায় আদালত অবমাননার অভিযোগ আনতে আবেদন করা হয়।
আরইউ/এমএমএ/
