পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত: পররাষ্ট্রমন্ত্রী

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানী খারের সঙ্গে বৈঠককালে শনিবার (৪ ফেব্রুয়ারি) এ আহ্বান জানান তিনি।
রবিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অনুষ্ঠানের ফাঁকে শনিবার দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন।
এসময় পাকিস্তানে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে অশুল্ক বাণিজ্য বাধা তুলে দেওয়ারও আহ্বান জানান ড. মোমেন।
আরইউ/এসজি
