ফারদিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই দাখিল: ডিবি পুলিশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিতে যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৪ ফেব্রুয়ারি) এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার।
ডিবি পুলিশের কর্মকর্তা ইয়াসিন শিকদার বলেন, ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যা মামলাটি তথ্যগত ভুলে করা হয়েছে। তদন্তে ফারদিন আত্মহত্যা করেছে।
তিনি আরও বলেন, আমরা আত্মহত্যার প্রমাণ পেয়েছি। এ মামলার চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। শিগগিরই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।
প্রসঙ্গত, নিখোঁজের তিন দিন পর নারায়নগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে গত ৭ নভেম্বর রাতে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান চিকিৎসকরা। পরে এ হত্যার ঘটনায় ৯ নভেম্বর রাতে বাদী হয়ে রামপুরা থানায় মামলা করেন ফারদিনের বাবা নুর উদ্দিন রানা। মামলায় নিহতের বান্ধবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বুশরাসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।
মামলা দায়েরের পর ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জামিন দেওয়া হয়। এরপর এই মামলার তদন্তকারী কর্মকর্তা ফারদিনের হত্যাকে আত্মহত্যা করেছে বলে গণমাধ্যমকে জানান।
কেএম/এসআইএইচ
