বিকালে ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়ার নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল ঢাকা সফরে আসছেন।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ৩টায় ঢাকায় পৌঁছাবেন তিনি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর।
মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকালে দেশটিতে জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে।
রবিবার (৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করবেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে ২০২২ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়ার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ বিন জয়নুদিন তিন দিনের সফরে ঢাকায় আসেন।
আরইউ/আরএ/
